চট্টগ্রামের ৩ উপজেলায় ইউপি নির্বাচন

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৮
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

গত রোববার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোয়ালখালীর ৭ ইউপিতে পুরোনোদের ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

বোয়ালখালীতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন শাকপুরায় বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, সারোয়াতলীয় বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন, পোপাদিয়ায় বর্তমান চেয়ারম্যান এস এম জসিম, চরণদ্বীপে বর্তমান চেয়ারম্যান শামসুল আলম, শ্রীপুর-খরণদ্বীপে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আমুচিয়ায় বর্তমান চেয়ারম্যান কাজল দে এবং আহলা কড়লডেঙ্গায় সাবেক চেয়ারম্যান মনছুর আহমেদ বাবুল।

এদিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান নোয়াব আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছনে। এ ছাড়া বারশতে বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, রায়পুরে বর্তমান চেয়ারম্যান জানে আলম, বটতলীতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বরুমচড়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইনে বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরীতে উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, পরৈকোড়ায় বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ ও ওহাইলধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন।

চন্দনাইশের ৮টি ইউনিয়ন পরিষদে যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তাঁরা হলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে এডভোকেট মো. আবু সালেহ, জোয়ারায় আমিন আহমেদ চৌধুরী রোকন, বরকলে বীর মুক্তিযোদ্ধা মো. ফেরদৌস ইসলাম খান, বরমায় মো. নুরুল ইসলাম, বৈলতলীতে এস এম সায়েম, হাসিমপুরে এডভোকেট মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়িতে মো. আবদুল আলীম, সাতবাড়িয়ায় ফোরক আহমেদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৫ জানুয়ারি এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য-কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য-অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত