বার্সার সাতাশেও অনেক ‘প্রথম’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৩, ১৩: ৪৯
আপডেট : ১৬ মে ২০২৩, ১৩: ৫১

শক্তি-সামর্থ্যে দুই দলের ব্যবধান এমনই যে তাদের মাঠের লড়াইয়ে আর ‘ডার্বির’ জৌলুশ থাকে না! বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে এস্পানিওল খেলতে না পারলেও পরশু রাতের কাতালান ডার্বি শেষে একটা ‘উত্তেজনা’ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন স্বাগতিক সমর্থকেরা।

এস্পানিওলকে ৪-২ ব্যবধানে হারিয়ে বার্সার খেলোয়াড়েরা যখন বুনো উদ্‌যাপনে মত্ত, তখন নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেশ কিছু স্বাগতিক দর্শক। তাঁদের মাঠে খেলে তাঁদের হারিয়ে বার্সার বুনো সেই উদ্‌যাপনটা পছন্দ হয়নি এস্পানিওল-সমর্থকদের। মাঠে ঢুকে বার্সার খেলোয়াড়দের ধাওয়া করেন তাঁরা। গ্যালারি থেকেও খেলোয়াড়দের উদ্দেশে ছোড়া হয়েছে কাগজের টুকরা, পানির বোতল। পরিস্থিতি বুঝে দ্রুতই মাঠ থেকে উঠে যান লেভানদফস্কি-বুসকেতসরা।

এস্পানিওলের মাঠে উৎসব থামলেও শহরের রাজপথ তখন বার্সা-সমর্থকদের দখলে। তিন বছর পর শিরোপা জিতেছে দল—ঘরে কি বসে থাকা যায়! আতশবাজি পুড়িয়ে, প্রিয় ক্লাবের নামে স্লোগান দিয়ে বার্সার লিগ শিরোপা জয়ের সাফল্য উদ্‌যাপন করেছে কাতালানরা।
লা লিগায় এটি বার্সেলোনার ২৭তম শিরোপা। তবে লিওনেল মেসি ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ার পর এটাই প্রথম।

সবশেষ মেসিকে ছাড়া বার্সা লিগ জিতেছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। ২০০৪-০৫ মৌসুমে সিনিয়র দলে অন্তর্ভুক্ত হওয়ার মৌসুমেই শিরোপা জিতেছিলেন মেসি ও তাঁর সতীর্থরা। বার্সেলোনার ‘সাতাশে’ জড়িয়ে আছে আরও একটা প্রথম। বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ৮টি শিরোপা। কিন্তু কোচ হিসেবে আসার পর এটিই কাতালানদের প্রথম লিগ শিরোপা। শিরোপা জয়ের উচ্ছ্বাস ম্যাচ শেষে ছুঁয়ে গেছে তাঁকেও, ‘অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। কাজটা সুন্দরভাবে করতে পারার অনুভূতি।’ এর অন্য একটা গুরুত্বও দেখছেন বার্সেলোনা কোচ, ‘ক্লাবের প্রকল্পগুলো একটা স্থিতিশীলতা দিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। লিগ শিরোপা জয় এটাই দেখায় যে সবকিছু ঠিকঠাকই আছে, সঠিক পথেই রয়েছি আমরা।’

অন্য রকম অনুভূতি হওয়ার কথা বুসকেতসেরও। আগেই ঘোষণা দিয়েছিলেন, ১৫ বছরের সম্পর্ক চুকিয়ে মৌসুম শেষেই ছেড়ে যাবেন ক্যাম্প ন্যু। শিরোপা জিতেই মৌসুম শেষ করতে পারা বার্সার এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচ শেষে বললেন, ‘আমি উচ্ছ্বসিত। আমি মনে করি, দর্শনীয় একটা অভিযান ছিল এটি। যার শেষটা হলো দারুণ এক জয়ে শিরোপা জেতার মধ্য দিয়ে।’ 

পরশু ম্যাচের প্রথমার্ধেই রবার্ট লেভানদফস্কির জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধও দেখেছে তিন গোল। একটি বার্সার, দুটি এস্পানিওলের। তবে এস্পানিওলের গোল দুটি এসেছে একবারে শেষ দিকে, বার্সার জয় এবং লিগ শিরোপা প্রায় নিশ্চিত হওয়ার পর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত