চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ইউপি নির্বাচন স্থগিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৭
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। গত রোববার বিকেলে ঝলইশালশিড়ি ও ময়দানদিঘী ইউপির দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন।

আগামী ২৬ ডিসেম্বর বোদা উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ৫ ডিসেম্বর সকালে মৃতের পরিবারের পক্ষ থেকে ওই ইউপির নির্বাচন স্থগিত রাখার জন্য আবেদন ও মৃত্যু সনদ দাখিল করেন। আবেদন ও নির্বাচনী বিধিমালা অনুসরণ করে রোববার বিকেলে নির্বাচন স্থগিত করে এক প্রজ্ঞাপন জারি করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনের স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী ছিলেন সামসুজ্জোহা সামু। ৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হলে পরিবারের লোকেরা একটি আবেদনসহ মৃত্যুর সনদপত্র আমার কাছে দাখিল করেন। এর প্রেক্ষিতে ঝলইশালশিড়ি ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন বরাবরে আবেদন পাঠানো হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘কমিশন পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া না পর্যন্ত ভোট স্থগিত থাকবে। তবে ওই ইউনিয়নে অন্য পদে ভোট অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত