নাটোর প্রতিনিধি
আট বছর পর নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মেলনের মাধ্যমে এই পদে জুনাইদ আহমেদ পলকের স্থলাভিষিক্ত হয়েছেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। পলকের পদে মেয়র ফেরদৌসের আসা নিয়ে সিংড়ায় শুরু হয়েছে আলোচনা। আলোচনা নাটোরের রাজনীতিতেও।
জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রভাবশালী নেতা কাজী গোলাম মোর্শেদকে বিপুল ভোটে পরাজিত করে ৩৭ বছর পর নাটোর-৩ আসনটি পুনরুদ্ধার করেন তৎকালীন কমিটির সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ পলক। ২০১৩ সালের ৫ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় একই দায়িত্ব পালন করে চলেছেন তিনি।
গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীকে অধিকাংশ সময় ঢাকাতে অবস্থান করতে হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভাগ ও সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি। তাই মন্ত্রণালয় সামলে নিজ এলাকায় দলীয় দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে বলেই স্বেচ্ছায় এবার দলীয় পদ ছেড়েছেন পলক, এমন ধারণা অনেক নেতা-কর্মীর।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন বলেন, উপজেলা কমিটির সম্পাদকের পদ থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সরে আসায় অনেক নেতা-কর্মীই অবাক হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আইসিটির মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও শত ব্যস্ততার মধ্যেও তিনি সক্রিয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। তাঁর নির্দেশনা ও পরামর্শ অনুসরণে উপজেলা আওয়ামী লীগকে আরও সক্রিয় করতে কাজ করবেন তিনি।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনের মাধ্যমেই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। আবার সম্মেলনের মাধ্যমেই তাঁর পদ ছেড়েছেন। এতে আলোচনার কিছু নাই।
আট বছর পর নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মেলনের মাধ্যমে এই পদে জুনাইদ আহমেদ পলকের স্থলাভিষিক্ত হয়েছেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। পলকের পদে মেয়র ফেরদৌসের আসা নিয়ে সিংড়ায় শুরু হয়েছে আলোচনা। আলোচনা নাটোরের রাজনীতিতেও।
জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রভাবশালী নেতা কাজী গোলাম মোর্শেদকে বিপুল ভোটে পরাজিত করে ৩৭ বছর পর নাটোর-৩ আসনটি পুনরুদ্ধার করেন তৎকালীন কমিটির সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ পলক। ২০১৩ সালের ৫ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় একই দায়িত্ব পালন করে চলেছেন তিনি।
গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীকে অধিকাংশ সময় ঢাকাতে অবস্থান করতে হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভাগ ও সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি। তাই মন্ত্রণালয় সামলে নিজ এলাকায় দলীয় দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে বলেই স্বেচ্ছায় এবার দলীয় পদ ছেড়েছেন পলক, এমন ধারণা অনেক নেতা-কর্মীর।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন বলেন, উপজেলা কমিটির সম্পাদকের পদ থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সরে আসায় অনেক নেতা-কর্মীই অবাক হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আইসিটির মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও শত ব্যস্ততার মধ্যেও তিনি সক্রিয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। তাঁর নির্দেশনা ও পরামর্শ অনুসরণে উপজেলা আওয়ামী লীগকে আরও সক্রিয় করতে কাজ করবেন তিনি।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনের মাধ্যমেই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। আবার সম্মেলনের মাধ্যমেই তাঁর পদ ছেড়েছেন। এতে আলোচনার কিছু নাই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে