শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত দখল করে কনটেইনারবাহী গাড়ি পার্ক করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। অনেক সময় মহাসড়কের লেন পর্যন্ত দখল করে দাঁড়িয়ে থাকে এসব যান। তখন তৈরি হয় যানজট।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন। হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে এসে নামমাত্র দায়িত্ব পালন শেষে মাসোহারা নিয়ে চলে যায়। তবে পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, এসব অপরাধের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। সড়ক-মহাসড়ক দখল করে গাড়ি দাঁড় না করানোর জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের আনসার রোড এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে রয়েছে কনটেইনারবাহী শতাধিক গাড়ি। মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকার ফুটপাত দখল করেছে এসব গাড়ি। এতে মহাসড়কের ওই অংশের ফুটপাত চলাচলের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফুটপাত পেরিয়ে অনেক গাড়ি দাঁড় করে রাখা হয়েছে মহাসড়কের লেন দখল করে। এতে সংকীর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা চলাচল করছেন ঝুঁকি নিয়ে।
খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনেও দাঁড়িয়ে থাকে কনটেইনারবাহী গাড়ি।
স্থানীয় বাসিন্দা ও কনটেইনারবাহী গাড়ির চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক সময় এক সপ্তাহ ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে এসব যান। কারখানার মালামাল লোড-আনলোড করতে সময় লাগে, এ জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়।
মেঘনা সাইকেল ফ্যাক্টরির মালামাল নিয়ে আসা গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, ‘দুদিন হলো এসে পৌঁছেছি। আমার সামনে অপেক্ষমাণ রয়েছে অর্ধশতাধিক গাড়ি। সেগুলো কারখানার ভেতর যাওয়ার পর আমার সিরিয়াল।’ তিনি আরও বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকলে মাঝেমধ্যে পুলিশ এসে বিরক্ত করে। কিছু দিলে তারপর যায়। কিন্তু এই টাকা আমরা কোম্পানির পক্ষ থেকে পাই না। পুলিশকে টাকা না দিলে মামলা দিতে চায়।’
স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক লিপি আক্তার বলেন, ‘ফুটপাত দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় যাতায়াতে আমাদের অনেক সময় নষ্ট হয়। মাঝে মধ্যে ঝুঁকি নিয়ে
দুটি গাড়ির মাঝখান দিয়ে সড়ক পার হতে হয়।’
মেঘনা সাইকেল ফ্যাক্টরির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে আমাদের মালামাল পৌঁছে দেওয়ার চুক্তি হয়ে থাকে। মহাসড়কে আমাদের কোম্পানির নিজস্ব কোনো পরিবহন দাঁড়িয়ে থাকে না।’
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ‘শ্রীপুরে বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা। কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। এর সঙ্গে পুলিশের কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত দখল করে কনটেইনারবাহী গাড়ি পার্ক করে রাখায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। অনেক সময় মহাসড়কের লেন পর্যন্ত দখল করে দাঁড়িয়ে থাকে এসব যান। তখন তৈরি হয় যানজট।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন। হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে এসে নামমাত্র দায়িত্ব পালন শেষে মাসোহারা নিয়ে চলে যায়। তবে পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, এসব অপরাধের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। সড়ক-মহাসড়ক দখল করে গাড়ি দাঁড় না করানোর জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের আনসার রোড এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে রয়েছে কনটেইনারবাহী শতাধিক গাড়ি। মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকার ফুটপাত দখল করেছে এসব গাড়ি। এতে মহাসড়কের ওই অংশের ফুটপাত চলাচলের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফুটপাত পেরিয়ে অনেক গাড়ি দাঁড় করে রাখা হয়েছে মহাসড়কের লেন দখল করে। এতে সংকীর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা চলাচল করছেন ঝুঁকি নিয়ে।
খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনেও দাঁড়িয়ে থাকে কনটেইনারবাহী গাড়ি।
স্থানীয় বাসিন্দা ও কনটেইনারবাহী গাড়ির চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক সময় এক সপ্তাহ ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে এসব যান। কারখানার মালামাল লোড-আনলোড করতে সময় লাগে, এ জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়।
মেঘনা সাইকেল ফ্যাক্টরির মালামাল নিয়ে আসা গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, ‘দুদিন হলো এসে পৌঁছেছি। আমার সামনে অপেক্ষমাণ রয়েছে অর্ধশতাধিক গাড়ি। সেগুলো কারখানার ভেতর যাওয়ার পর আমার সিরিয়াল।’ তিনি আরও বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকলে মাঝেমধ্যে পুলিশ এসে বিরক্ত করে। কিছু দিলে তারপর যায়। কিন্তু এই টাকা আমরা কোম্পানির পক্ষ থেকে পাই না। পুলিশকে টাকা না দিলে মামলা দিতে চায়।’
স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক লিপি আক্তার বলেন, ‘ফুটপাত দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় যাতায়াতে আমাদের অনেক সময় নষ্ট হয়। মাঝে মধ্যে ঝুঁকি নিয়ে
দুটি গাড়ির মাঝখান দিয়ে সড়ক পার হতে হয়।’
মেঘনা সাইকেল ফ্যাক্টরির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে আমাদের মালামাল পৌঁছে দেওয়ার চুক্তি হয়ে থাকে। মহাসড়কে আমাদের কোম্পানির নিজস্ব কোনো পরিবহন দাঁড়িয়ে থাকে না।’
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ‘শ্রীপুরে বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা। কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। এর সঙ্গে পুলিশের কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে