সাগর হোসেন তামিম (মাদারীপুর) ও ইমতিয়াজ আহমেদ (শিবচর)
পদ্মা সেতুর উদ্বোধনী সভায় যোগ দিতে আগের দিন রাত থেকে দূর-দূরান্ত হতে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আসতে থাকে সাধারণ মানুষ। বাস, লঞ্চ, মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ট্রাকে চড়ে হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেয়। অনেকে বাসে-ট্রাকে আসন না পেয়ে ছাদে চড়েও এসেছেন। হেঁটেও আসেন মানুষ। জনসভায় ভোগ দিতে সড়কে যেন মানুষের স্রোত নামে।
এতে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকেই মাদারীপুরের শিবচরের পাঁচ্চর থেকে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় ৮ কিলোমিটার যানবাহনের জট লেগে যায়। বাধ্য হয়ে অ্যাপ্রোচ সড়কে নেমে প্রায় দুই-তিন কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দেন সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা থেকে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় যোগ দেওয়া ব্যক্তিরা জানান, জনসভায় যোগ দিতে তাঁরা খুব ভোরেই পৌঁছান। তবে মহাসড়কে গাড়িতে আটকে পড়েন। বাধ্য হয়ে হেঁটে সমাবেশে যোগ দেন তাঁরা। সড়কে ভোগান্তিতে পড়লেও কারও মধ্যে নেই কোনো কষ্ট। বরং জনসভায় যোগ দিতে পারায় খুশি তাঁরা।
সুমন শীল নামের শিবচরের বন্দরখোলা এলাকার এক যুবক বলেন, ‘পাঁচ্চর থেকে হেঁটে জনসভায় এসেছেন। পথে কয়েকবার বিশ্রাম নিতে হয়েছে। অসংখ্য মানুষের পদযাত্রা ছিল সমাবেশের দিকে। তাই দীর্ঘ পথে হেঁটে আসার কষ্ট অনুভব হয়নি। তবে সমাবেশ চলাকালীন বৃষ্টি ও ভিড়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।’
সরেজমিনে দেখা গেছে, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের ২১ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পরে পাঁচ্চর এলাকায় পৌঁছালে আর সামনে যেতে দেওয়া হয়নি। ফলে যানবাহনগুলো অ্যাপ্রোচ সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। এতে পাঁচ্চর থেকে বাংলাবাজার ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই এই দীর্ঘপথ হেঁটে জনসভাস্থলে পৌঁছেছেন। নেতা-কর্মীদের মধ্যে ছিল আনন্দ আর উল্লাস। কেউ কেউ বঙ্গবন্ধুর নৌকার আদলে যানবাহন বানিয়ে পুরো জনসভাস্থল ঘুরছেন। এ ছাড়া প্রবাস থেকে অনেকেই এই সমাবেশে যোগ দিতে ছুটি নিয়ে দেশে এসেছেন।
এ দিকে জনসভা শেষে সবাই নিরাপদে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সকালেই বিলাসবহুল লঞ্চ এসে ভিড়তে থাকে বাংলাবাজার ঘাটে। লঞ্চ ঘাটে ভিড়তেই শত শত যাত্রীর স্লোগান-উল্লাস। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ চেয়ে আছে সমাবেশস্থলের দিকে। সড়কপথের পাশাপাশি ভোর থেকেই লঞ্চ এসে ভিড়েছে ঘাটে। দূরপাল্লার বড় বড় লঞ্চ এবং মাদারীপুর, ফরিদপুরের আড়িয়াল খাঁ নদবর্তী এলাকা থেকেও ছোট ছোট অসংখ্য লঞ্চ এসে ভিড়েছে বাংলাবাজার ঘাটে। পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল থেকে সুন্দরবন ৯, এমভি জামাল, প্রিন্স আওলাদসহ অনেক বিলাসবহুল লঞ্চ এসে ঘাটে ভিড়ে।
বাংলাবাজার লঞ্চ ঘাটে অবস্থানরত র্যাব–৮ বরিশাল ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন বলেন, ‘আমরা জনসভায় আসা মানুষের নিরাপত্তায় কাজ করছি। একই সঙ্গে জনসাধারণ যাতে নির্বিঘ্নে জনসভায় যেতে পারেন তার ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত ঘাট এলাকায় কোনো সমস্যা হয়নি। সমাবেশে আগতদের মধ্যে পানি বিতরণ করা হচ্ছে।’
পদ্মা সেতুর উদ্বোধনী সভায় যোগ দিতে আগের দিন রাত থেকে দূর-দূরান্ত হতে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আসতে থাকে সাধারণ মানুষ। বাস, লঞ্চ, মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ট্রাকে চড়ে হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেয়। অনেকে বাসে-ট্রাকে আসন না পেয়ে ছাদে চড়েও এসেছেন। হেঁটেও আসেন মানুষ। জনসভায় ভোগ দিতে সড়কে যেন মানুষের স্রোত নামে।
এতে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকেই মাদারীপুরের শিবচরের পাঁচ্চর থেকে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় ৮ কিলোমিটার যানবাহনের জট লেগে যায়। বাধ্য হয়ে অ্যাপ্রোচ সড়কে নেমে প্রায় দুই-তিন কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দেন সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা থেকে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় যোগ দেওয়া ব্যক্তিরা জানান, জনসভায় যোগ দিতে তাঁরা খুব ভোরেই পৌঁছান। তবে মহাসড়কে গাড়িতে আটকে পড়েন। বাধ্য হয়ে হেঁটে সমাবেশে যোগ দেন তাঁরা। সড়কে ভোগান্তিতে পড়লেও কারও মধ্যে নেই কোনো কষ্ট। বরং জনসভায় যোগ দিতে পারায় খুশি তাঁরা।
সুমন শীল নামের শিবচরের বন্দরখোলা এলাকার এক যুবক বলেন, ‘পাঁচ্চর থেকে হেঁটে জনসভায় এসেছেন। পথে কয়েকবার বিশ্রাম নিতে হয়েছে। অসংখ্য মানুষের পদযাত্রা ছিল সমাবেশের দিকে। তাই দীর্ঘ পথে হেঁটে আসার কষ্ট অনুভব হয়নি। তবে সমাবেশ চলাকালীন বৃষ্টি ও ভিড়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।’
সরেজমিনে দেখা গেছে, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের ২১ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পরে পাঁচ্চর এলাকায় পৌঁছালে আর সামনে যেতে দেওয়া হয়নি। ফলে যানবাহনগুলো অ্যাপ্রোচ সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। এতে পাঁচ্চর থেকে বাংলাবাজার ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই এই দীর্ঘপথ হেঁটে জনসভাস্থলে পৌঁছেছেন। নেতা-কর্মীদের মধ্যে ছিল আনন্দ আর উল্লাস। কেউ কেউ বঙ্গবন্ধুর নৌকার আদলে যানবাহন বানিয়ে পুরো জনসভাস্থল ঘুরছেন। এ ছাড়া প্রবাস থেকে অনেকেই এই সমাবেশে যোগ দিতে ছুটি নিয়ে দেশে এসেছেন।
এ দিকে জনসভা শেষে সবাই নিরাপদে বাড়ি চলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সকালেই বিলাসবহুল লঞ্চ এসে ভিড়তে থাকে বাংলাবাজার ঘাটে। লঞ্চ ঘাটে ভিড়তেই শত শত যাত্রীর স্লোগান-উল্লাস। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ চেয়ে আছে সমাবেশস্থলের দিকে। সড়কপথের পাশাপাশি ভোর থেকেই লঞ্চ এসে ভিড়েছে ঘাটে। দূরপাল্লার বড় বড় লঞ্চ এবং মাদারীপুর, ফরিদপুরের আড়িয়াল খাঁ নদবর্তী এলাকা থেকেও ছোট ছোট অসংখ্য লঞ্চ এসে ভিড়েছে বাংলাবাজার ঘাটে। পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল থেকে সুন্দরবন ৯, এমভি জামাল, প্রিন্স আওলাদসহ অনেক বিলাসবহুল লঞ্চ এসে ঘাটে ভিড়ে।
বাংলাবাজার লঞ্চ ঘাটে অবস্থানরত র্যাব–৮ বরিশাল ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন বলেন, ‘আমরা জনসভায় আসা মানুষের নিরাপত্তায় কাজ করছি। একই সঙ্গে জনসাধারণ যাতে নির্বিঘ্নে জনসভায় যেতে পারেন তার ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত ঘাট এলাকায় কোনো সমস্যা হয়নি। সমাবেশে আগতদের মধ্যে পানি বিতরণ করা হচ্ছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে