মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা ও আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন মানেই যেন প্রতিবার জাতীয় নির্বাচনে নতুন এমপি। সীমানা পরিবর্তনের পর ১৯৮৬ সাল থেকেই এমনটি হয়ে আসছে। একমাত্র ব্যতিক্রম আওয়ামী লীগের এমপি রফিকুল ইসলাম। আগামী নির্বাচনেও তেমন হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এবার আওয়ামী লীগের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই ভিআইপি, আগে বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন। এ ছাড়া বর্তমান এমপি নাসির উদ্দিনের বিরোধী বলয় রয়েছে দুই উপজেলায়। এত সব ভিআইপি ঠেকাতে বিএনপিও ভালোই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন এলাকার রাজনৈতিক বিশ্লেষকেরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এরই মধ্যে বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের ইচ্ছার কথা জানাচ্ছেন। তুলে ধরছেন সরকারের উন্নয়ন কার্যক্রম। আন্দোলনসহ এ আসনে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপিও। নিবন্ধন হারালেও বিএনপির যুগপৎ আন্দোলনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। মাঠেও বেশ সরব দলটি।
সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন এমপি হন। এবারও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, বেপজার সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাবিবুর রহমান খান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক আহসান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান প্রমুখ।
বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী, চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাকিমপুর ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান। জামায়াতে ইসলামী থেকে নির্বাচনী মাঠে থাকতে পারেন কেন্দ্রীয় নেতা মাওলানা আরশাদুল আলম।
আওয়ামী লীগের ভোটের মাঠ বেশ গোলমেলে। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চারজনই বর্তমান এমপির বিরোধিতা করছেন। তবে এমপি নাসির উদ্দিন বলেন, ‘গত চার বছরে সংসদীয় এলাকার দুই উপজেলায় যে উন্নয়ন করেছি তা অতীতে হয়নি।’ আগামী নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।
মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি মনিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা এ আসনের প্রথম এমপি মরহুম আবুল ইসলাম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আমি এমপি থাকাকালীন চৌগাছা-ঝিকরগাছায় ব্যাপক উন্নয়ন হয়েছে। গত নির্বাচনে মনোনয়ন না পেয়েও আমি এলাকা ছাড়িনি। জনগণের সঙ্গেই আছি। আশা করি, এবার দল আমাকে মনোনয়ন দেবে।’
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খানের সহোদর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চৌগাছার জগদীশপুর ইউপির সাবেক একাধিকবারের চেয়ারম্যান তবিবুর রহমান খান বলেন, ‘ভাই দলের মনোনয়ন চাইবেন। আমরা শতভাগ আশাবাদী, দল তাঁকে মনোনয়ন দেবে।’
অপরদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চলমান আন্দোলনের পাশাপাশি এ আসনে ভোটের মাঠেও তৎপরতা রয়েছে বিএনপির। চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, ‘দাবি বাস্তবায়নের পর বিএনপি নির্বাচন করলে দলের কাছে মনোনয়ন চাইব। আমি ১৯৯১ সাল থেকে মনোনয়ন চেয়ে আসছি। ১৯৮৪ সাল থেকে ৩৪ বছর উপজেলা বিএনপির সম্পাদক ছিলাম। এর পর থেকে সভাপতি আছি। দলে আমার অবদান বিবেচনা করে মনোনয়ন দেওয়া হবে বলে বিশ্বাস করি।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। নিশ্চয় দল জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী দেবে।’ চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগের এ আমলে পরপর তিনবার বিপুল ভোটে নৌকাকে হারিয়ে হাকিমপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলের কাছে মনোনয়ন চাইব। দল জনপ্রিয়তা মূল্যায়ন করে মনোনয়ন দেবে বলে আশাবাদী।’
দুই উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে (গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত), আসনটিতে সর্বমোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ২৩৮ জন। চৌগাছা উপজেলায় ১ লাখ ৯৬ হাজার ৫২২ এবং ঝিকরগাছায় ২ লাখ ৫৬ হাজার ৭১৬। এর মধ্যে মোট নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৩ জন।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন মানেই যেন প্রতিবার জাতীয় নির্বাচনে নতুন এমপি। সীমানা পরিবর্তনের পর ১৯৮৬ সাল থেকেই এমনটি হয়ে আসছে। একমাত্র ব্যতিক্রম আওয়ামী লীগের এমপি রফিকুল ইসলাম। আগামী নির্বাচনেও তেমন হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এবার আওয়ামী লীগের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই ভিআইপি, আগে বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন। এ ছাড়া বর্তমান এমপি নাসির উদ্দিনের বিরোধী বলয় রয়েছে দুই উপজেলায়। এত সব ভিআইপি ঠেকাতে বিএনপিও ভালোই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন এলাকার রাজনৈতিক বিশ্লেষকেরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এরই মধ্যে বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের ইচ্ছার কথা জানাচ্ছেন। তুলে ধরছেন সরকারের উন্নয়ন কার্যক্রম। আন্দোলনসহ এ আসনে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপিও। নিবন্ধন হারালেও বিএনপির যুগপৎ আন্দোলনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। মাঠেও বেশ সরব দলটি।
সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন এমপি হন। এবারও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, বেপজার সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাবিবুর রহমান খান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক আহসান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান প্রমুখ।
বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী, চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাকিমপুর ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান। জামায়াতে ইসলামী থেকে নির্বাচনী মাঠে থাকতে পারেন কেন্দ্রীয় নেতা মাওলানা আরশাদুল আলম।
আওয়ামী লীগের ভোটের মাঠ বেশ গোলমেলে। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চারজনই বর্তমান এমপির বিরোধিতা করছেন। তবে এমপি নাসির উদ্দিন বলেন, ‘গত চার বছরে সংসদীয় এলাকার দুই উপজেলায় যে উন্নয়ন করেছি তা অতীতে হয়নি।’ আগামী নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।
মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি মনিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা এ আসনের প্রথম এমপি মরহুম আবুল ইসলাম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আমি এমপি থাকাকালীন চৌগাছা-ঝিকরগাছায় ব্যাপক উন্নয়ন হয়েছে। গত নির্বাচনে মনোনয়ন না পেয়েও আমি এলাকা ছাড়িনি। জনগণের সঙ্গেই আছি। আশা করি, এবার দল আমাকে মনোনয়ন দেবে।’
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খানের সহোদর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চৌগাছার জগদীশপুর ইউপির সাবেক একাধিকবারের চেয়ারম্যান তবিবুর রহমান খান বলেন, ‘ভাই দলের মনোনয়ন চাইবেন। আমরা শতভাগ আশাবাদী, দল তাঁকে মনোনয়ন দেবে।’
অপরদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চলমান আন্দোলনের পাশাপাশি এ আসনে ভোটের মাঠেও তৎপরতা রয়েছে বিএনপির। চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, ‘দাবি বাস্তবায়নের পর বিএনপি নির্বাচন করলে দলের কাছে মনোনয়ন চাইব। আমি ১৯৯১ সাল থেকে মনোনয়ন চেয়ে আসছি। ১৯৮৪ সাল থেকে ৩৪ বছর উপজেলা বিএনপির সম্পাদক ছিলাম। এর পর থেকে সভাপতি আছি। দলে আমার অবদান বিবেচনা করে মনোনয়ন দেওয়া হবে বলে বিশ্বাস করি।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী। নিশ্চয় দল জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী দেবে।’ চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগের এ আমলে পরপর তিনবার বিপুল ভোটে নৌকাকে হারিয়ে হাকিমপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলের কাছে মনোনয়ন চাইব। দল জনপ্রিয়তা মূল্যায়ন করে মনোনয়ন দেবে বলে আশাবাদী।’
দুই উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে (গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত), আসনটিতে সর্বমোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ২৩৮ জন। চৌগাছা উপজেলায় ১ লাখ ৯৬ হাজার ৫২২ এবং ঝিকরগাছায় ২ লাখ ৫৬ হাজার ৭১৬। এর মধ্যে মোট নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৩ জন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে