হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রাথমিকে পড়ার সময় থেকে শুরু করে ১২ বছর বাদাম বিক্রি করছেন। বাদাম বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন পড়ালেখা। এভাবে করেছেন এসএসসি, এইচএসসি ও স্নাতক (বিএ) পাস। এরপর টিউশনি করে স্নাতকোত্তর (এমএ) পাসও করেছেন। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মেলেনি কোনো চাকরি। এখন শুঁটকি বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর।
এমন করুণ গল্প মো. কবির হোসেনের (৩২)। তিনি মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জন্মের পর থেকেই তাঁর দুই হাত বিকলাঙ্গ।
কবির হোসেন বলেন, ‘২০০২ সাল থেকে বাদাম বিক্রি করে বলড়া মুন্নু আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর থেকে ২০১০ সালে এইচএসসি পাস করি। পরে আদর্শ মহাবিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএ পাস করি। ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শন বিভাগ থেকে মাস্টার্স পাসও করি।’
কবির বলেন, ‘লেখাপড়া শেষ করে সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি টিউশনি করে সংসার চালাই। একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিলেও চাকরি পাইনি। ২০১৪ সালে শিউলি বেগমকে বিয়ে করি। আমার এক ছেলে ও মেয়ে আছে।’
কবির হোসেন বলেন, ‘২০২০ সালে করোনায় টিউশনির আয় বন্ধ হয়ে গেলে ভাড়ারিয়া বাজারে শুঁটকি মাছ বিক্রি শুরু করি। তবে পুঁজি কম থাকায় শুঁটকি বিক্রি করে আয়ও কম হয়। সমাজের কোনো বিত্তবান যদি আমার শুঁটকি ব্যবসায় সহায়তা করতেন অথবা আমাকে যদি কেউ চাকরি দিতেন, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে পারতাম।’
ভাড়ারিয়া বাজারের মামুন লাইব্রেরির কর্ণধার জাহিদুল ইসলাম বলেন, ‘বাজারের বিভিন্ন জায়গায় বসে শুঁটকি বিক্রি করে সংসার চালায় কবির। ছেলেটা পরিশ্রমী। প্রতিবন্ধী হলেও ওই হাত দিয়েই কাজ করে সে।’
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ পান্নু মিয়া বলেন, পরিষদ থেকে কবির হোসেনকে সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রাথমিকে পড়ার সময় থেকে শুরু করে ১২ বছর বাদাম বিক্রি করছেন। বাদাম বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন পড়ালেখা। এভাবে করেছেন এসএসসি, এইচএসসি ও স্নাতক (বিএ) পাস। এরপর টিউশনি করে স্নাতকোত্তর (এমএ) পাসও করেছেন। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মেলেনি কোনো চাকরি। এখন শুঁটকি বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর।
এমন করুণ গল্প মো. কবির হোসেনের (৩২)। তিনি মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জন্মের পর থেকেই তাঁর দুই হাত বিকলাঙ্গ।
কবির হোসেন বলেন, ‘২০০২ সাল থেকে বাদাম বিক্রি করে বলড়া মুন্নু আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর থেকে ২০১০ সালে এইচএসসি পাস করি। পরে আদর্শ মহাবিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএ পাস করি। ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শন বিভাগ থেকে মাস্টার্স পাসও করি।’
কবির বলেন, ‘লেখাপড়া শেষ করে সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি টিউশনি করে সংসার চালাই। একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিলেও চাকরি পাইনি। ২০১৪ সালে শিউলি বেগমকে বিয়ে করি। আমার এক ছেলে ও মেয়ে আছে।’
কবির হোসেন বলেন, ‘২০২০ সালে করোনায় টিউশনির আয় বন্ধ হয়ে গেলে ভাড়ারিয়া বাজারে শুঁটকি মাছ বিক্রি শুরু করি। তবে পুঁজি কম থাকায় শুঁটকি বিক্রি করে আয়ও কম হয়। সমাজের কোনো বিত্তবান যদি আমার শুঁটকি ব্যবসায় সহায়তা করতেন অথবা আমাকে যদি কেউ চাকরি দিতেন, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে পারতাম।’
ভাড়ারিয়া বাজারের মামুন লাইব্রেরির কর্ণধার জাহিদুল ইসলাম বলেন, ‘বাজারের বিভিন্ন জায়গায় বসে শুঁটকি বিক্রি করে সংসার চালায় কবির। ছেলেটা পরিশ্রমী। প্রতিবন্ধী হলেও ওই হাত দিয়েই কাজ করে সে।’
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ পান্নু মিয়া বলেন, পরিষদ থেকে কবির হোসেনকে সরকারি সহায়তা দেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে