কসবা পৌর নির্বাচনে ভোট গ্রহণ আজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৮
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৩০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর নির্বাচনে ১০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে আজ মঙ্গলবার ভোটগ্রহণ হবে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে কসবা থানার সামনে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ভোট কেন্দ্রসহ কসবা পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০টি ভোট কেন্দ্রে ডিউটি, ৫টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং টিম, ১টি স্ট্যান্ডবাই ডিউটিতে পুলিশের পক্ষ থেকে মোট ১৭৮ জন পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এ নির্বাচনে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩০ জন র‍্যাব সদস্য এবং ৯০ জন অঙ্গীভূত আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে।

ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার এএসপি মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত