বাউফলে সহকারী শিক্ষা কর্মকর্তা সংকট

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৬
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৪

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ৩ জন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এত বড় একটি উপজেলায় মাত্র ৩ জন কর্মকর্তা তদারকি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাহত হচ্ছে শিক্ষার সার্বিক ব্যবস্থাপনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অঞ্চল ভিত্তিক ৯টি গুচ্ছে (ক্লাস্টার) ভাগ করা হয়েছে। এর মধ্যে কাছিপাড়া, কালিশুরী, নুরাইনপুর, বীরপাশা, বগা, নাজিরপুর, কালাইয়া, বাউফল সদর, ও মাধবপুর গুচ্ছ। নিয়ম অনুযায়ী প্রতি গুচ্ছে একজন করে সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার বিধান থাকলেও সেখানে রয়েছে মাত্র ৩ জন।

জানা গেছে, ৯ জনের স্থানে ৩ জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকায় ৯টি গুচ্ছকে ৩ ভাগ করা হয়েছে। বগা, নাজিরপুর ও মাধবপুরের দায়িত্বে আছেন দেবাশিষ ঘোষ, নুরাইনপুর, বীরপাশা ও বাউফল সদরের দায়িত্বে আছেন সুজন হাওলাদার এবং কালিশুরী, কাছিপাড়া, কালাইয়া ক্লাস্টারের দায়িত্বে আছেন অলিউল ইসলাম।

সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশিষ ঘোষ বলেন, ‘প্রতি গুচ্ছে গড়ে বিদ্যালয় রয়েছে ২৭ টি। ৩টি গুচ্ছ মিলিয়ে মোট বিদ্যালয় আছে প্রায় ৮০ টি। একজন মানুষ ৮০টি বিদ্যালয় নিয়ম মেনে পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা কতটা কষ্টকর তা শুধু আমরাই জানি।’

অলিউল ইসলাম নামে কর্মকর্তা বলেন, ‘একটি বিদ্যালয় থেকে অপর একটি বিদ্যালয়ের দূরত্ব গড়ে প্রায় এক কিলোমিটার। একজন সহকারী কর্মকর্তা দিয়ে তিন গুচ্ছের কাজ সত্যিই কষ্টদায়ক। এরপরেও আমরা আমাদের সাফল্য ধরে রাখতে শতভাগ করতে চেষ্টা করি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত