সংস্কারকাজ শেষ না হওয়ায় দুর্ভোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০২
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৩

পাংশা হেড কোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন থেমে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল। কিন্তু কার্পেটিংয়ের কাজ বাকি রেখেই ওই বছরের ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়ে যায় সংস্কারকাজ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় বলছে, একই ঠিকাদারী প্রতিষ্ঠান রাজবাড়ীর আরও কয়েকটি সড়ক সংস্কার ও নির্মাণের কাজ করছে বলে এই সড়ক সংস্কারের কাজ আপাতত বন্ধ আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ কিলোমিটার এই সড়কের মধ্যে রয়েছে ৫টি বাজার ও পাংশা বাজারের একাংশ। সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় সড়ক থেকে ওড়া ধুলাবালুতে ছেয়ে যাচ্ছে আশাপাশের দোকান ও বাড়ি-ঘর। তাছাড়া সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন হাট-বাজারে আসা হাজার হাজার মানুষ এবং শত শত ব্যবসায়ী।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান বলেন, ‘শিগগিরই এ অবস্থার উন্নতি না হলে ওই এলাকার বাসিন্দারা গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন।’

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, ‘সড়কটি সংস্কার করছে মীর হাবিবুল আলম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজবাড়ীত আরও কয়েকটি কাজ করছে। এ জন্য সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। তবে ১৫-২০ দিনের মধ্যে সংস্কারকাজ আবার শুরু হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত