চারঘাট প্রতিনিধি
অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন এক বৃদ্ধা। এ অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এক ভ্যানচালক।
ঘটনাটি চারঘাটের, গত ১ ডিসেম্বরের। এরপর কেটে গেছে প্রায় দুই মাস। শারীরিক অবস্থা ভালো হয়েছে ওই বৃদ্ধার। কিন্তু তাঁকে নিয়ে যাওয়ার জন্য পরিবার থেকে খোঁজ নেয়নি কেউ।
পরিচয় জানতে চাইলে ওই বৃদ্ধা শুধু নিজের নামটা বলতে পারেন। বলেন, সনেকা বেগম। দেখে মনে হয় ষাটোর্ধ্ব।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আতিকুল হক জানান, ১ ডিসেম্বর রাতে এক ভ্যানচালক সনেকা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন।
নারী ওয়ার্ডে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয় তাঁর। তিন দিনেই তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে তাঁর ঠিকানা উদ্ধার করা হয়। কিন্তু এখন আত্মীয়স্বজন কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তাই প্রায় দুই মাস ধরে তাঁর ঠিকানা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শয্যা।
জানা যায়, সনেকা বেগম উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আতাহার আলী। বিয়ের তিন মাস পরই স্বামী মারা যান তাঁর। পরে তিনি আর বিয়ে করেননি। ছেলেমেয়ে না থাকায় তিন ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তাঁর তিনটা বোনও আছে। অথচ দুই মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও তাঁরা কেউ চোখের দেখাও দেখতে আসেননি।
সরেজমিন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সনেকা বেগম বসে বসে কলা-পাউরুটি খাচ্ছেন। দেখে অনেকটাই সুস্থ লাগছিল তাঁকে। হাসপাতালের আয়া ফুলন বেগম তাঁর পাশে বসে আছেন।
ফুলন বেগম বলেন, এই নারী প্রায় দুই মাস আগে হাসপাতালে এসেছেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। তাঁর হাত-পায়ে ঘা ছিল। পরনের পোশাকও ছিল নোংরা। কিন্তু এখন সুস্থ। নিজেই নিজের সব কাজ করতে পারছেন।
হাসপাতালের জ্যেষ্ঠ নার্স মাহমুদা খানম বলেন, ‘হাসপাতালে আনার পর অনেকে তাঁর কাছে ভিড়তে চাননি। আমরা তাঁকে নিয়মিত গোসল ও খাবার দিয়ে সুস্থ করে তুলেছি। কিন্তু এখন একটা ব্যবস্থা করা দরকার।’
স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, অনেক কষ্টে সনেকার ঠিকানা জোগাড় করে পরিবারকে খবর দিয়েছি। তবুও তাঁরা একটু যোগাযোগ করেনি। কিন্তু এভাবে আর কত দিন? আয়া ও নার্সরা দৈনন্দিন কাজের পাশাপাশি তাঁর বাড়তি যত্ন নিতে গিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করছেন। করোনার সময়ে হাসপাতালে শয্যারও সংকট। এ অবস্থায় দ্রুত তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার।
সনেকা বেগমের ছোট ভাই সাজেদুল ইসলাম বলেন, তাঁর বোনের মাথায় সমস্যা আছে। তাঁদের কথা শোনেন না। এ জন্য তাঁরা যোগাযোগ করেননি। কিন্তু সনেকা এখন কোথায় যাবেন, জানতে চাইলে তাঁর এই ভাই বলেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। এর পরপরই কল কেটে দেন তিনি।
অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন এক বৃদ্ধা। এ অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এক ভ্যানচালক।
ঘটনাটি চারঘাটের, গত ১ ডিসেম্বরের। এরপর কেটে গেছে প্রায় দুই মাস। শারীরিক অবস্থা ভালো হয়েছে ওই বৃদ্ধার। কিন্তু তাঁকে নিয়ে যাওয়ার জন্য পরিবার থেকে খোঁজ নেয়নি কেউ।
পরিচয় জানতে চাইলে ওই বৃদ্ধা শুধু নিজের নামটা বলতে পারেন। বলেন, সনেকা বেগম। দেখে মনে হয় ষাটোর্ধ্ব।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আতিকুল হক জানান, ১ ডিসেম্বর রাতে এক ভ্যানচালক সনেকা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন।
নারী ওয়ার্ডে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয় তাঁর। তিন দিনেই তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে তাঁর ঠিকানা উদ্ধার করা হয়। কিন্তু এখন আত্মীয়স্বজন কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তাই প্রায় দুই মাস ধরে তাঁর ঠিকানা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শয্যা।
জানা যায়, সনেকা বেগম উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আতাহার আলী। বিয়ের তিন মাস পরই স্বামী মারা যান তাঁর। পরে তিনি আর বিয়ে করেননি। ছেলেমেয়ে না থাকায় তিন ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তাঁর তিনটা বোনও আছে। অথচ দুই মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও তাঁরা কেউ চোখের দেখাও দেখতে আসেননি।
সরেজমিন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সনেকা বেগম বসে বসে কলা-পাউরুটি খাচ্ছেন। দেখে অনেকটাই সুস্থ লাগছিল তাঁকে। হাসপাতালের আয়া ফুলন বেগম তাঁর পাশে বসে আছেন।
ফুলন বেগম বলেন, এই নারী প্রায় দুই মাস আগে হাসপাতালে এসেছেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। তাঁর হাত-পায়ে ঘা ছিল। পরনের পোশাকও ছিল নোংরা। কিন্তু এখন সুস্থ। নিজেই নিজের সব কাজ করতে পারছেন।
হাসপাতালের জ্যেষ্ঠ নার্স মাহমুদা খানম বলেন, ‘হাসপাতালে আনার পর অনেকে তাঁর কাছে ভিড়তে চাননি। আমরা তাঁকে নিয়মিত গোসল ও খাবার দিয়ে সুস্থ করে তুলেছি। কিন্তু এখন একটা ব্যবস্থা করা দরকার।’
স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, অনেক কষ্টে সনেকার ঠিকানা জোগাড় করে পরিবারকে খবর দিয়েছি। তবুও তাঁরা একটু যোগাযোগ করেনি। কিন্তু এভাবে আর কত দিন? আয়া ও নার্সরা দৈনন্দিন কাজের পাশাপাশি তাঁর বাড়তি যত্ন নিতে গিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করছেন। করোনার সময়ে হাসপাতালে শয্যারও সংকট। এ অবস্থায় দ্রুত তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার।
সনেকা বেগমের ছোট ভাই সাজেদুল ইসলাম বলেন, তাঁর বোনের মাথায় সমস্যা আছে। তাঁদের কথা শোনেন না। এ জন্য তাঁরা যোগাযোগ করেননি। কিন্তু সনেকা এখন কোথায় যাবেন, জানতে চাইলে তাঁর এই ভাই বলেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। এর পরপরই কল কেটে দেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে