জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সামস উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। গতকাল সরিষাবাড়ী থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামস্ উদ্দিন অভিযোগ করেন, গত বুধবার রাতে তার বাড়ি ঘেরাও করে হত্যা চেষ্টাসহ নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
তিনি আরও অভিযোগ করেন, ১৯৯৭ সাল থেকে টানা চারবার পোগলদিঘা ইউপির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এ ইউপিসহ উপজেলার ৭টি ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোট হবে। ভোটে পুনরায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম মানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বুধবার রাত ৯টার দিকে নৌকা প্রতীকের ৪০-৫০ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী গাছবয়ড়া গ্রামে তার বাড়ি ঘেরাও করে হামলা চালায়। তাকে হত্যা করাই এ হামলার উদ্দেশ্য ছিল বলে সামসময়িক উদ্দিন দাবি করেন। নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মানিকের নির্দেশে মিজান মুন্সি, রুবেল মেম্বার, নুরুল ইসলাম ও শাহানশাহ্ মোল্লাহর নেতৃত্বে বাড়ি ঘেরাও করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি ঘটনা আঁচ করতে পেরে ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও হামলা চালায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকরীরা পালিয়ে যায়।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মানিক বলেন, সামস উদ্দিন দলের বিদ্রোহী প্রার্থী। তাঁর অভিযোগের সঙ্গে আমি সম্পৃক্ত নই। উল্টো তাঁর লোকজনই নৌকার প্রচারণাকালে বিশৃঙ্খলা করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, চেয়ারম্যান একটি জিডি করেছেন। তবে জিডির বিষয়ে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সামস উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। গতকাল সরিষাবাড়ী থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামস্ উদ্দিন অভিযোগ করেন, গত বুধবার রাতে তার বাড়ি ঘেরাও করে হত্যা চেষ্টাসহ নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
তিনি আরও অভিযোগ করেন, ১৯৯৭ সাল থেকে টানা চারবার পোগলদিঘা ইউপির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এ ইউপিসহ উপজেলার ৭টি ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোট হবে। ভোটে পুনরায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম মানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বুধবার রাত ৯টার দিকে নৌকা প্রতীকের ৪০-৫০ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী গাছবয়ড়া গ্রামে তার বাড়ি ঘেরাও করে হামলা চালায়। তাকে হত্যা করাই এ হামলার উদ্দেশ্য ছিল বলে সামসময়িক উদ্দিন দাবি করেন। নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মানিকের নির্দেশে মিজান মুন্সি, রুবেল মেম্বার, নুরুল ইসলাম ও শাহানশাহ্ মোল্লাহর নেতৃত্বে বাড়ি ঘেরাও করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি ঘটনা আঁচ করতে পেরে ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও হামলা চালায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকরীরা পালিয়ে যায়।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মানিক বলেন, সামস উদ্দিন দলের বিদ্রোহী প্রার্থী। তাঁর অভিযোগের সঙ্গে আমি সম্পৃক্ত নই। উল্টো তাঁর লোকজনই নৌকার প্রচারণাকালে বিশৃঙ্খলা করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, চেয়ারম্যান একটি জিডি করেছেন। তবে জিডির বিষয়ে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে