হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
সত্তরোর্ধ্ব জাহানারা বেগম ও তাঁর দেবরের স্ত্রী হোছনেয়ারা বেগম এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে সিএনজিচালিত অটোরিকশায় তাঁদের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারান তাঁরা।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক-সংলগ্ন হাটহাজারী উপজেলার সামনে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার ওই দুই নারীর বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে।
এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
জাহানারা ও হোছনেয়ারা জানান, গতকাল সকালে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আব্বাস আলী টেন্ডল বাড়ি থেকে তাঁরা রওনা দেন। তাঁরা হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে তাঁদের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন। তাঁরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে পৌরসভার কাচারি সড়ক দিয়ে হাঁটা শুরু করেন।
জাহানারা ও হোছনেয়ারা আরও জানান, পথে প্রতারক চক্রের এক ব্যক্তি তাঁদের অপর একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে বলে। এ সময় প্রতারকেরা তাঁদের দেখে খুব হতদরিদ্র মনে হচ্ছে এমনটা জানিয়ে ত্রাণ (এক বস্তা চাল, পাঁচ লিটার তেল ও একটি কম্বল) দেওয়া হবে বলে জানায়। ত্রাণের জন্য উপজেলায় যেতে হবে বলে ওই সিএনজিচালিত অটোরিকশায় তাঁদের হাটহাজারী উপজেলার সামনে নিয়ে যায়। এরপর তাঁদের স্বর্ণালংকার (দুই জোড়া কানের দুল), অ্যান্ড্রয়েড মোবাইল ও টাকা হোছনেয়ারা বেগমের ব্যাগে রেখে ত্রাণ নেওয়ার জন্য উপজেলা কম্পাউন্ডে ঢুকতে বলা হয়। এরপর প্রতারক চক্রের সদস্যরা হোছনেয়ারা বেগমের কাছে রক্ষিত স্বর্ণালংকার, অ্যান্ড্রয়েড মোবাইল, টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পরে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে কান্না শুরু করেন তাঁরা। এ সময় প্রতারক চক্রের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক হয়ে রাউজানের দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (ডিউটি অফিসার) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সত্তরোর্ধ্ব জাহানারা বেগম ও তাঁর দেবরের স্ত্রী হোছনেয়ারা বেগম এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে সিএনজিচালিত অটোরিকশায় তাঁদের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারান তাঁরা।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক-সংলগ্ন হাটহাজারী উপজেলার সামনে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার ওই দুই নারীর বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে।
এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
জাহানারা ও হোছনেয়ারা জানান, গতকাল সকালে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আব্বাস আলী টেন্ডল বাড়ি থেকে তাঁরা রওনা দেন। তাঁরা হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে তাঁদের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন। তাঁরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে পৌরসভার কাচারি সড়ক দিয়ে হাঁটা শুরু করেন।
জাহানারা ও হোছনেয়ারা আরও জানান, পথে প্রতারক চক্রের এক ব্যক্তি তাঁদের অপর একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে বলে। এ সময় প্রতারকেরা তাঁদের দেখে খুব হতদরিদ্র মনে হচ্ছে এমনটা জানিয়ে ত্রাণ (এক বস্তা চাল, পাঁচ লিটার তেল ও একটি কম্বল) দেওয়া হবে বলে জানায়। ত্রাণের জন্য উপজেলায় যেতে হবে বলে ওই সিএনজিচালিত অটোরিকশায় তাঁদের হাটহাজারী উপজেলার সামনে নিয়ে যায়। এরপর তাঁদের স্বর্ণালংকার (দুই জোড়া কানের দুল), অ্যান্ড্রয়েড মোবাইল ও টাকা হোছনেয়ারা বেগমের ব্যাগে রেখে ত্রাণ নেওয়ার জন্য উপজেলা কম্পাউন্ডে ঢুকতে বলা হয়। এরপর প্রতারক চক্রের সদস্যরা হোছনেয়ারা বেগমের কাছে রক্ষিত স্বর্ণালংকার, অ্যান্ড্রয়েড মোবাইল, টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পরে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে কান্না শুরু করেন তাঁরা। এ সময় প্রতারক চক্রের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক হয়ে রাউজানের দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (ডিউটি অফিসার) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে