দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরে চলাচলের রাস্তা বন্ধ করে দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামের দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন করেন শতাধিক পরিবারের বাসিন্দা। এ সময় তাঁরা রাস্তা বন্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড বহন করে স্লোগান দেন। তবে তুলা উন্নয়ন বোর্ড বলছে, চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। দেয়াল নির্মাণের কাজে এলাকাবাসী অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালে দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ড ওই এলাকায় অনেক জমি অধিগ্রহণ করে। তখন স্থানীয় অনেকের আবাদিজমিসহ বসতবাড়িও অধিগ্রহণ করা হয়। পরে ক্ষতিগ্রস্তরা প্রতিবেশীদের কাছ থেকে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু চলাচলের রাস্তাটি তুলা উৎপাদন প্লটের মাঝখানেই থেকে যায়। এ নিয়ে জটিলতা তৈরি হলেও কোনো বিকল্প না থাকায় এলাকাবাসী এই রাস্তা দিয়েই চলাচল করছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করা জমির চারপাশ দিয়ে ইটের দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবাদ জানান এলাকাবাসী। কারণ, এতে তাঁদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে।
রাস্তাটি বন্ধ হলে হাজীপাড়াসহ চার থেকে পাঁচটি পাড়ার লোকজনের চলাচল বিঘ্নিত হবে। প্রস্তাবিত বিকল্প রাস্তাটি দিয়ে চলাচল করতে হলে এলাকাবাসীকে প্রায় এক কিলোমিটার ঘুরে মেইন রোডে আসতে হবে। তা ছাড়া বিকল্প রাস্তাটি খুব সংকীর্ণ। তাই এই রাস্তায় জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ, নিত্যপ্রয়োজনীয় সেবা যেমন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ইত্যাদি সেবা নিতেও ভোগান্তিতে পড়তে হবে গ্রামবাসীদের।
ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার লোক প্রতিদিন যাতায়াত করেন। এটি বন্ধ হলে আমরা চলাচলসহ মালামাল ও উৎপাদিত পণ্য বাড়িতে নিয়ে যেতে পারব না। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে সমস্যা হবে।’
কৃষক হোসেন আলী বলেন, ‘এটি বন্ধ করে বিকল্প যে রাস্তা আমাদের জন্য প্রস্তাব করা হয়েছে, সেটি অনেক সরু। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বিপ্লব বলে, ‘রাস্তাটি বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ঘুরে স্কুলে যেতে হবে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসী দুর্ভোগে পড়বে। রাস্তাটি বহাল রাখার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজবর্ধন খামারের প্রধান কটন এগ্রোনমিস্ট এ এইচ মো. কায়কোবাদ আজকের পত্রিকাকে বলেন, এটি সরকারি সম্পত্তি। এত দিন দেয়াল না থাকায় এলাকাবাসী এই পথে চলাচল করছিলেন। তাঁদের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এখন সেখানে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি নির্মাণে এলাকাবাসী অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
দিনাজপুর সদরে চলাচলের রাস্তা বন্ধ করে দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামের দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন করেন শতাধিক পরিবারের বাসিন্দা। এ সময় তাঁরা রাস্তা বন্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড বহন করে স্লোগান দেন। তবে তুলা উন্নয়ন বোর্ড বলছে, চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। দেয়াল নির্মাণের কাজে এলাকাবাসী অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালে দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ড ওই এলাকায় অনেক জমি অধিগ্রহণ করে। তখন স্থানীয় অনেকের আবাদিজমিসহ বসতবাড়িও অধিগ্রহণ করা হয়। পরে ক্ষতিগ্রস্তরা প্রতিবেশীদের কাছ থেকে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু চলাচলের রাস্তাটি তুলা উৎপাদন প্লটের মাঝখানেই থেকে যায়। এ নিয়ে জটিলতা তৈরি হলেও কোনো বিকল্প না থাকায় এলাকাবাসী এই রাস্তা দিয়েই চলাচল করছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করা জমির চারপাশ দিয়ে ইটের দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবাদ জানান এলাকাবাসী। কারণ, এতে তাঁদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে।
রাস্তাটি বন্ধ হলে হাজীপাড়াসহ চার থেকে পাঁচটি পাড়ার লোকজনের চলাচল বিঘ্নিত হবে। প্রস্তাবিত বিকল্প রাস্তাটি দিয়ে চলাচল করতে হলে এলাকাবাসীকে প্রায় এক কিলোমিটার ঘুরে মেইন রোডে আসতে হবে। তা ছাড়া বিকল্প রাস্তাটি খুব সংকীর্ণ। তাই এই রাস্তায় জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ, নিত্যপ্রয়োজনীয় সেবা যেমন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ইত্যাদি সেবা নিতেও ভোগান্তিতে পড়তে হবে গ্রামবাসীদের।
ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার লোক প্রতিদিন যাতায়াত করেন। এটি বন্ধ হলে আমরা চলাচলসহ মালামাল ও উৎপাদিত পণ্য বাড়িতে নিয়ে যেতে পারব না। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে সমস্যা হবে।’
কৃষক হোসেন আলী বলেন, ‘এটি বন্ধ করে বিকল্প যে রাস্তা আমাদের জন্য প্রস্তাব করা হয়েছে, সেটি অনেক সরু। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বিপ্লব বলে, ‘রাস্তাটি বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ঘুরে স্কুলে যেতে হবে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসী দুর্ভোগে পড়বে। রাস্তাটি বহাল রাখার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজবর্ধন খামারের প্রধান কটন এগ্রোনমিস্ট এ এইচ মো. কায়কোবাদ আজকের পত্রিকাকে বলেন, এটি সরকারি সম্পত্তি। এত দিন দেয়াল না থাকায় এলাকাবাসী এই পথে চলাচল করছিলেন। তাঁদের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এখন সেখানে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি নির্মাণে এলাকাবাসী অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে