নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় একটি আসবাবের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের ওই এলাকায় সম্রাট নামের একটি ফার্নিচার তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, কেমিক্যাল ও সরঞ্জামাদি মজুত ছিল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাঁঠালতলি এলাকার ওই ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন বন্ধ থাকা ওই কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন কারখানার আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। কারখানায় কাঠ, স্টিল, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়ি ও বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল। খবর পেয়ে প্রথমে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ও রানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। দুপুরে বন্ধ ওই কারখানা ও গুদামে হঠাৎ আগুন লেগে ধোঁয়া উঠতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্রাট ফার্নিচারের স্বত্বাধিকারী বাদশা মিয়া বলেন, অগ্নিকাণ্ডে তাঁর দোকান ও কারখানায় তৈরি ফার্নিচার ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮-১০ লাখ ছাড়িয়ে যাবে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিউল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।
নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় একটি আসবাবের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের ওই এলাকায় সম্রাট নামের একটি ফার্নিচার তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, কেমিক্যাল ও সরঞ্জামাদি মজুত ছিল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাঁঠালতলি এলাকার ওই ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন বন্ধ থাকা ওই কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন কারখানার আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। কারখানায় কাঠ, স্টিল, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়ি ও বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল। খবর পেয়ে প্রথমে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ও রানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। দুপুরে বন্ধ ওই কারখানা ও গুদামে হঠাৎ আগুন লেগে ধোঁয়া উঠতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্রাট ফার্নিচারের স্বত্বাধিকারী বাদশা মিয়া বলেন, অগ্নিকাণ্ডে তাঁর দোকান ও কারখানায় তৈরি ফার্নিচার ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮-১০ লাখ ছাড়িয়ে যাবে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিউল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে