আজকের পত্রিকা ডেস্ক
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার ৮ ইউপিতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস জানায়, ৮৬টি ভোটকেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৭৩ জন ও নারী ভোটার ৯১ হাজার ৩৭৩ জন। ভোটকেন্দ্রগুলোতে এক হাজার ৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুধু গোমস্তাপুর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নওগাঁ: নওগাঁ সদরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৫ জন ও সদস্য পদে ৫৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বক্তারপুর ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে সমূহে বুধবার ব্যালটবাক্স ও ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানে হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
১১১টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
রাণীনগর (নওগাঁ) : রাণীনগর উপজেলার ৮ ইউপিতে নির্বাচন হচ্ছে। রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (চলতি দায়িত্ব প্রাপ্ত) রেজাউল করিম জানান, ৭৪টি কেন্দ্রে মোট এক লাখ ৫১ হাজার ৭৩৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার ৭৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার ৮ ইউপিতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস জানায়, ৮৬টি ভোটকেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৭৩ জন ও নারী ভোটার ৯১ হাজার ৩৭৩ জন। ভোটকেন্দ্রগুলোতে এক হাজার ৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুধু গোমস্তাপুর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নওগাঁ: নওগাঁ সদরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৫ জন ও সদস্য পদে ৫৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বক্তারপুর ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে সমূহে বুধবার ব্যালটবাক্স ও ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানে হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
১১১টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
রাণীনগর (নওগাঁ) : রাণীনগর উপজেলার ৮ ইউপিতে নির্বাচন হচ্ছে। রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (চলতি দায়িত্ব প্রাপ্ত) রেজাউল করিম জানান, ৭৪টি কেন্দ্রে মোট এক লাখ ৫১ হাজার ৭৩৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার ৭৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে