সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
সাড়ে ৪ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফুলবাড়িয়া উপজেলার পরিসংখ্যান কার্যালয়। দীর্ঘ এই সময়ে কর্মকর্তাশূন্য থাকায় তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়েই চলছে কার্যক্রম। এদিকে সামনে শুরু হতে যাচ্ছে আদমশুমারি। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ শুমারি কাজটি হতে চলেছে কর্মকর্তা ছাড়াই। এতে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার পরিসংখ্যান সংক্রান্ত সকল সেবা কার্যক্রম অনেকটাই গতিহীন হয়ে পড়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ এপ্রিল মো. জলিলুর রহমান বদলজনিত কারণে অন্যত্র চলে যান। এরপর থেকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন তৃতীয় শ্রেণির কর্মচারী বর্তমান তদন্ত সহকারী মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ একটি পদ হলেও জলিলুর রহমান বদলি হওয়ায় পদটি আর পূরণ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দীর্ঘদিন পরিসংখ্যান পদটি খালি থাকায় আমাদের দাপ্তরিক কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমরা সেখানে কর্মকর্তা ছাড়াই একজন কর্মচারীর স্বাক্ষর দিয়ে কাজ করছি।’
পরিসংখ্যান কার্যালয়ে সেবা নিতে আসা আমিরুল ইসলাম বলেন, ‘আমি একটি তথ্য নিতে এসেছিলাম। অফিসের বড় কর্মকর্তা আমার সঙ্গে ভালোভাবে কথা বললেন না। জানালেন এই অফিস থেকে তথ্য নিতে চাইলে আগে আবেদন করতে হবে। পরে তথ্য নিতে হবে।’
এদিকে দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে সমস্যা হয় না জানিয়ে তদন্ত সহকারী ছাইফুল ইসলাম বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব আছে সেটি তো করতেই হবে। আর সেটা আমি করেও যাচ্ছি সঠিকভাবে।’
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক বলেন, ‘পদটি শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এরপরও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা করব শূন্য পদটি দ্রুত পূরণ করতে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি চেষ্টা অব্যাহত রেখেছি।’
সাড়ে ৪ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফুলবাড়িয়া উপজেলার পরিসংখ্যান কার্যালয়। দীর্ঘ এই সময়ে কর্মকর্তাশূন্য থাকায় তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়েই চলছে কার্যক্রম। এদিকে সামনে শুরু হতে যাচ্ছে আদমশুমারি। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ শুমারি কাজটি হতে চলেছে কর্মকর্তা ছাড়াই। এতে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার পরিসংখ্যান সংক্রান্ত সকল সেবা কার্যক্রম অনেকটাই গতিহীন হয়ে পড়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ এপ্রিল মো. জলিলুর রহমান বদলজনিত কারণে অন্যত্র চলে যান। এরপর থেকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন তৃতীয় শ্রেণির কর্মচারী বর্তমান তদন্ত সহকারী মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ একটি পদ হলেও জলিলুর রহমান বদলি হওয়ায় পদটি আর পূরণ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দীর্ঘদিন পরিসংখ্যান পদটি খালি থাকায় আমাদের দাপ্তরিক কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমরা সেখানে কর্মকর্তা ছাড়াই একজন কর্মচারীর স্বাক্ষর দিয়ে কাজ করছি।’
পরিসংখ্যান কার্যালয়ে সেবা নিতে আসা আমিরুল ইসলাম বলেন, ‘আমি একটি তথ্য নিতে এসেছিলাম। অফিসের বড় কর্মকর্তা আমার সঙ্গে ভালোভাবে কথা বললেন না। জানালেন এই অফিস থেকে তথ্য নিতে চাইলে আগে আবেদন করতে হবে। পরে তথ্য নিতে হবে।’
এদিকে দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে সমস্যা হয় না জানিয়ে তদন্ত সহকারী ছাইফুল ইসলাম বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব আছে সেটি তো করতেই হবে। আর সেটা আমি করেও যাচ্ছি সঠিকভাবে।’
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক বলেন, ‘পদটি শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এরপরও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা করব শূন্য পদটি দ্রুত পূরণ করতে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি চেষ্টা অব্যাহত রেখেছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে