কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিন উপজেলায় ২৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। আজ শুক্রবার জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। এ সময়ে বিভিন্ন ইউপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিবাদ সভা-সমাবেশ করতে দেখা গেছে। এ ছাড়া অনেক প্রার্থী সংবাদ সম্মেলনসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন।
এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকেও সভা-সমাবেশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে তিন উপজেলায় ৬ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় নৌকা প্রতীকের ৩ জন ও ১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন দুর্গাপুর (উত্তর) ইউপির বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দুর্গাপুর (দক্ষিণ) ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল হক, জগন্নাথপুরে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও পাঁচথুবীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি রাজু।
অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলায় বিনা ভোটে আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে বিনা ভোটে কেউ নির্বাচিত হননি। ফলে তিন উপজেলার বাকি ২০ ইউপিতে মোট ১২৮ প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।
এদিকে কুমিল্লা সদর উপজেলায় ৪ জন সাধারণ ও ১ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং চৌদ্দগ্রামে ৪ জন সাধারণ ও ৪ সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলার কালিরবাজার ও আমড়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কালিরবাজারে চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেকান্দর আলী, নৌকা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক ও সাবেক চেয়ারম্যান মরহুম আলী আহাম্মদের পুত্র কামাল হোসেন।
আমড়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও রুবেল আহম্মেদ।
তা ছাড়া চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউপির দুটিতে নৌকার প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শ্রীপুর ইউপিতে শাহ জালাল মজুমদার ও ঘোলপাশায় এ কে খোকন।
অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে চেয়ারম্যান ও সদস্য পদে কোনো প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হননি। ৮ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট ৬৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় সব কটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে কয়েকটি ইউনিয়নে বেসামাল হয়ে পড়েছেন দলীয় প্রার্থীরা।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এ সময় তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিশৃঙ্খলা, মারামারি ও রক্তপাতহীন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কেউ বিশৃঙ্খলা করে বিজয়ী হতে পারবে না। হলেও তাঁদের শপথ পাঠ হবে না। যাঁরা নির্বাচনী আচরণবিধি মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি পালনে জেলা প্রশাসন মাঠে কাজ করছে।
কুমিল্লার তিন উপজেলায় ২৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। আজ শুক্রবার জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। এ সময়ে বিভিন্ন ইউপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিবাদ সভা-সমাবেশ করতে দেখা গেছে। এ ছাড়া অনেক প্রার্থী সংবাদ সম্মেলনসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন।
এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকেও সভা-সমাবেশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে তিন উপজেলায় ৬ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় নৌকা প্রতীকের ৩ জন ও ১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন দুর্গাপুর (উত্তর) ইউপির বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দুর্গাপুর (দক্ষিণ) ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল হক, জগন্নাথপুরে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও পাঁচথুবীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি রাজু।
অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলায় বিনা ভোটে আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে বিনা ভোটে কেউ নির্বাচিত হননি। ফলে তিন উপজেলার বাকি ২০ ইউপিতে মোট ১২৮ প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।
এদিকে কুমিল্লা সদর উপজেলায় ৪ জন সাধারণ ও ১ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং চৌদ্দগ্রামে ৪ জন সাধারণ ও ৪ সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলার কালিরবাজার ও আমড়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কালিরবাজারে চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেকান্দর আলী, নৌকা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক ও সাবেক চেয়ারম্যান মরহুম আলী আহাম্মদের পুত্র কামাল হোসেন।
আমড়াতলী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও রুবেল আহম্মেদ।
তা ছাড়া চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউপির দুটিতে নৌকার প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শ্রীপুর ইউপিতে শাহ জালাল মজুমদার ও ঘোলপাশায় এ কে খোকন।
অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে চেয়ারম্যান ও সদস্য পদে কোনো প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হননি। ৮ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট ৬৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় সব কটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে কয়েকটি ইউনিয়নে বেসামাল হয়ে পড়েছেন দলীয় প্রার্থীরা।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এ সময় তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিশৃঙ্খলা, মারামারি ও রক্তপাতহীন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কেউ বিশৃঙ্খলা করে বিজয়ী হতে পারবে না। হলেও তাঁদের শপথ পাঠ হবে না। যাঁরা নির্বাচনী আচরণবিধি মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি পালনে জেলা প্রশাসন মাঠে কাজ করছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে