হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে মুসল্লির ঢল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০৩
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ৪০

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে হাটহাজারী মাদ্রাসা হিসেবে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দি সম্মেলন শেষ হয়েছে। গতকাল শুক্রবারের এই সম্মেলনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী ও সাবেক সহযোগী পরিচালক জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর এটিই মাদ্রাসার প্রথম সম্মেলন।

বার্ষিক মাহ্ফিল ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতির বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া। বাদ ফজর থেকে শুরু হয় বয়ান। অল্প সময়ের মধ্যেই পুরো মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো আলেমের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি দিনভর সম্মেলনে অংশ নেন।

প্রধান মসজিদ জামে বায়তুল করিমে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন আল্লামা মুফতি জসিমুদ্দীন। জামে বায়তুল আতিকে জুমার খুতবা ও ইমামতি করেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী। জুমার নামাজের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া উপস্থিত লক্ষাধিক উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্দেশে বিশেষ বক্তব্য রাখেন।

বার্ষিক মাহফিলের পাশাপাশি দস্তারবন্দী সম্মেলন বা বিশেষ সমাবর্তনে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এই মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় ২ হাজার ৫০০ তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ পাগড়ি দেওয়া হয়। তাঁদের মাথায় পাগড়ি তুলে দেন মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া, প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা নূর আহমদ, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, শায়খে সানি আল্লামা হাফেজ শোয়াইব, মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, শিক্ষা পরিচালক মাওলানা কবীর আহমদ, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ ওমর কাসেমী, মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

মাদ্রাসার মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার শাহ আজহারী ও ড. মাওলানা নূরুল আবছার আজহারীর মাহফিল সঞ্চালনা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত