গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার একটি সিটি করপোরেশন ও পাঁচটি উপজেলায় মোট প্রায় ৪৭ লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রদত্ত জনসংখ্যার হিসাব অনুযায়ী জেলায় ১১৬ দশমিক ১০ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন।
বিবিএসের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে দেওয়া হিসাব অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ৮২০ জন। অপরদিকে, গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারির জেলায় ৪৬ লাখ ৮২ হাজার ৭২৯ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ২৩ লাখ ১৪ হাজার ৯৬৯ জন। আর জেলায় বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৭০ হাজার ৬২২ জন।
এ হিসাব অনুযায়ী গাজীপুর স্বাস্থ্য বিভাগ শুধু টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনই নয়, জেলার মোট জনসংখ্যার বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আবার ১২ বছরের কম যাদের বয়স তাদের টিকা দেওয়া হয়নি, যা সুনির্দিষ্ট না হলেও নেহাত কম না। ফলে জেলার মোট জনসংখ্যার পরিসংখ্যান বা হিসাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, বিবিএস-এর দেওয়া জনসংখ্যার হিসাব অনুযায়ী গাজীপুরে মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ৮২০ জন। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট জনসংখ্যা ১৯ লাখ ৯ হাজার ৯৮৮ জন। সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৬ লাখ ৩২ হাজার ৯১৯ জনকে, যা এ এলাকার মোট জনসংখ্যার ১৩৭ দশমিক ৯০ শতাংশ।
সিভিল সার্জন বলেন, জেলার কালিয়াকৈর উপজেলায় মোট জনসংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৫৪ জন। এর মধ্যে এ পর্যন্ত ৬ লাখ ৩১ হাজার ৫৫৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা উপজেলার মোট জনসংখ্যার ১১০ দশমিক ৮০ শতাংশ। কালীগঞ্জ উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ৮ হাজার ৪৮১ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনকে, যা উপজেলার মোট জনসংখ্যার ৭৭ ভাগ।
ডা. খায়রুজ্জামান বলেন, কাপাসিয়া উপজেলায় মোট জনসংখ্যা ৪ লাখ ৭২১ জন। এর মধ্যে এ পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার ২৪২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা উপজেলা জনসংখ্যার ৮০ দশমিক ৭০ শতাংশ। গাজীপুর সদর উপজেলায় মোট জনসংখ্যা দেখানো হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ২৮৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৮৫ দশমিক ৭০ শতাংশ।
খায়রুজ্জামান বলেন, শ্রীপুর উপজেলায় মোট জনসংখ্যা ৫ লাখ ৮১ হাজার ৬৩২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ১৩৯ জনকে, যা মোট জনসংখ্যার ১০৮ দশমিক ৫০ ভাগ।
গাজীপুরে প্রকৃতপক্ষে জনসংখ্যা কত, জানতে চাইলে গাজীপুর পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক সোনিয়া আরেফিন বলেন, ২০২১ সালের একটি জরিপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি করা হয়নি। বিবিএস যে হিসাব দিয়েছে, সেটি ২০১১ সালের হিসাবের সঙ্গে জন্মহার অনুযায়ী সম্ভাব্য একটি হিসাব দেওয়া হয়েছে।
সোনিয়া আরেফিন বলেন, এ হিসাব অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজীপুরের জনসংখ্যা দেখা যায় ৪২ লাখ ১ হাজার ১৭৭ জন। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি হবে। গাজীপুর জেলায় একটি শিল্পসমৃদ্ধ জেলা। এখানে প্রচুর ভাসমান মানুষ রয়েছেন। অনেকে অন্য এলাকার ভোটার হয়েও কাজের সূত্রে গাজীপুরে বসবাস করেন। এসব কারণে গাজীপুর জনসংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।
গাজীপুর জেলার একটি সিটি করপোরেশন ও পাঁচটি উপজেলায় মোট প্রায় ৪৭ লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রদত্ত জনসংখ্যার হিসাব অনুযায়ী জেলায় ১১৬ দশমিক ১০ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন।
বিবিএসের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে দেওয়া হিসাব অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ৮২০ জন। অপরদিকে, গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারির জেলায় ৪৬ লাখ ৮২ হাজার ৭২৯ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ২৩ লাখ ১৪ হাজার ৯৬৯ জন। আর জেলায় বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৭০ হাজার ৬২২ জন।
এ হিসাব অনুযায়ী গাজীপুর স্বাস্থ্য বিভাগ শুধু টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনই নয়, জেলার মোট জনসংখ্যার বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আবার ১২ বছরের কম যাদের বয়স তাদের টিকা দেওয়া হয়নি, যা সুনির্দিষ্ট না হলেও নেহাত কম না। ফলে জেলার মোট জনসংখ্যার পরিসংখ্যান বা হিসাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, বিবিএস-এর দেওয়া জনসংখ্যার হিসাব অনুযায়ী গাজীপুরে মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ৮২০ জন। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট জনসংখ্যা ১৯ লাখ ৯ হাজার ৯৮৮ জন। সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৬ লাখ ৩২ হাজার ৯১৯ জনকে, যা এ এলাকার মোট জনসংখ্যার ১৩৭ দশমিক ৯০ শতাংশ।
সিভিল সার্জন বলেন, জেলার কালিয়াকৈর উপজেলায় মোট জনসংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৫৪ জন। এর মধ্যে এ পর্যন্ত ৬ লাখ ৩১ হাজার ৫৫৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা উপজেলার মোট জনসংখ্যার ১১০ দশমিক ৮০ শতাংশ। কালীগঞ্জ উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ৮ হাজার ৪৮১ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনকে, যা উপজেলার মোট জনসংখ্যার ৭৭ ভাগ।
ডা. খায়রুজ্জামান বলেন, কাপাসিয়া উপজেলায় মোট জনসংখ্যা ৪ লাখ ৭২১ জন। এর মধ্যে এ পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার ২৪২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা উপজেলা জনসংখ্যার ৮০ দশমিক ৭০ শতাংশ। গাজীপুর সদর উপজেলায় মোট জনসংখ্যা দেখানো হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ২৮৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৮৫ দশমিক ৭০ শতাংশ।
খায়রুজ্জামান বলেন, শ্রীপুর উপজেলায় মোট জনসংখ্যা ৫ লাখ ৮১ হাজার ৬৩২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ১৩৯ জনকে, যা মোট জনসংখ্যার ১০৮ দশমিক ৫০ ভাগ।
গাজীপুরে প্রকৃতপক্ষে জনসংখ্যা কত, জানতে চাইলে গাজীপুর পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক সোনিয়া আরেফিন বলেন, ২০২১ সালের একটি জরিপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি করা হয়নি। বিবিএস যে হিসাব দিয়েছে, সেটি ২০১১ সালের হিসাবের সঙ্গে জন্মহার অনুযায়ী সম্ভাব্য একটি হিসাব দেওয়া হয়েছে।
সোনিয়া আরেফিন বলেন, এ হিসাব অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজীপুরের জনসংখ্যা দেখা যায় ৪২ লাখ ১ হাজার ১৭৭ জন। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি হবে। গাজীপুর জেলায় একটি শিল্পসমৃদ্ধ জেলা। এখানে প্রচুর ভাসমান মানুষ রয়েছেন। অনেকে অন্য এলাকার ভোটার হয়েও কাজের সূত্রে গাজীপুরে বসবাস করেন। এসব কারণে গাজীপুর জনসংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে