ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর হাসপাতালের মর্গ সরঞ্জাম সংকটে ভুগছে। মর্গের ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। জনবলসংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে ময়নাতদন্ত। একের বেশি মরদেহ এলে ভবনের সামনের সড়কে ফেলে রাখা হয়।
এদিকে মর্গের জরাজীর্ণ ভবনের সামনে ২০২০ সালে দুই কক্ষের একটি নতুন ভবনের নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কিন্তু বরাদ্দ না থাকায় সে কাজও বন্ধ হয়ে আছে।
ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তিন দশক আগে ঝালকাঠি শহরের চাঁদকাঠি ব্র্যাক মোড়ের গাজিবাড়ি এলাকায় এক কক্ষের একটি ভবনে মর্গ চালু করা হয়। বরাদ্দ না থাকায় বর্তমানে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওজন মাপার যন্ত্র, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামের সংকট রয়েছে দীর্ঘদিন। গত বছরের ১০ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা সেখানকার দরজা ভেঙে নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। ওই কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও মরদেহ রাখার হিমাগারের ব্যবস্থা নেই। নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার পর থেকে সকাল না হওয়া পর্যন্ত কোনো মরদেহের ময়নাতদন্ত হয় না। এতে রাতে আনা মরদেহে পচন ধরার আশঙ্কা থাকে।
অপর দিকে ফরেনসিক প্রতিবেদনের জন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ ঢাকায় পাঠাতে হলে ফরমালিনের প্রয়োজন হয়। মর্গের জন্য ফরমালিন হাসপাতাল থেকে সরবরাহ না করায় মৃত ব্যক্তির স্বজনদের তা আলাদা করে কিনতে হয়। এ জন্য তাঁদের তিন থেকে পাঁচ হাজার টাকা গুনতে হয়। সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত হয়েছে এখানে। তখন মর্গে জায়গা সংকুলান না হওয়ায় সড়কের পাশেই মরদেহগুলো স্তূপ করে ফেলে রাখা হয়। ২০১৭ সালে মর্গের ডোম চাকরি ছেড়ে চলে যান। সেই থেকে পদটি শূন্য। নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই।
বর্তমানে অস্থায়ীভাবে ডোমের কাজ করছেন এক ব্যক্তি। যাঁর বেতন দেওয়া হয় স্থানীয় সাংসদ আমির হোসেন আমুর নিজস্ব তহবিল থেকে। গত ৩০ ডিসেম্বর মর্গে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ছোট একটি কক্ষে চলছে ময়নাতদন্তের কাজ। লাশকাটা ঘরের পেছনের দিকে রয়েছে গুরুধাম খাল। সেখানে বর্জ্য ও রক্ত ফেলা হয়। ফলে নষ্ট হচ্ছে খালের পানি।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমির হোসাইন জানান, সদর হাসপাতালে বহুতল ভবনের নির্মাণ শেষ হলে ময়নাতদন্তের জন্য সেখানকার কোনো কক্ষ বরাদ্দ থাকবে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও ফ্রিজের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। ডোমের শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সমরজিৎ সিং জানান, গত সপ্তাহে কিছু বরাদ্দ এসেছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের মর্গ সরঞ্জাম সংকটে ভুগছে। মর্গের ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। জনবলসংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে ময়নাতদন্ত। একের বেশি মরদেহ এলে ভবনের সামনের সড়কে ফেলে রাখা হয়।
এদিকে মর্গের জরাজীর্ণ ভবনের সামনে ২০২০ সালে দুই কক্ষের একটি নতুন ভবনের নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কিন্তু বরাদ্দ না থাকায় সে কাজও বন্ধ হয়ে আছে।
ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তিন দশক আগে ঝালকাঠি শহরের চাঁদকাঠি ব্র্যাক মোড়ের গাজিবাড়ি এলাকায় এক কক্ষের একটি ভবনে মর্গ চালু করা হয়। বরাদ্দ না থাকায় বর্তমানে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওজন মাপার যন্ত্র, ছুরি ও কুড়ালসহ সব সরঞ্জামের সংকট রয়েছে দীর্ঘদিন। গত বছরের ১০ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা সেখানকার দরজা ভেঙে নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। ওই কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও মরদেহ রাখার হিমাগারের ব্যবস্থা নেই। নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার পর থেকে সকাল না হওয়া পর্যন্ত কোনো মরদেহের ময়নাতদন্ত হয় না। এতে রাতে আনা মরদেহে পচন ধরার আশঙ্কা থাকে।
অপর দিকে ফরেনসিক প্রতিবেদনের জন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ ঢাকায় পাঠাতে হলে ফরমালিনের প্রয়োজন হয়। মর্গের জন্য ফরমালিন হাসপাতাল থেকে সরবরাহ না করায় মৃত ব্যক্তির স্বজনদের তা আলাদা করে কিনতে হয়। এ জন্য তাঁদের তিন থেকে পাঁচ হাজার টাকা গুনতে হয়। সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত হয়েছে এখানে। তখন মর্গে জায়গা সংকুলান না হওয়ায় সড়কের পাশেই মরদেহগুলো স্তূপ করে ফেলে রাখা হয়। ২০১৭ সালে মর্গের ডোম চাকরি ছেড়ে চলে যান। সেই থেকে পদটি শূন্য। নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই।
বর্তমানে অস্থায়ীভাবে ডোমের কাজ করছেন এক ব্যক্তি। যাঁর বেতন দেওয়া হয় স্থানীয় সাংসদ আমির হোসেন আমুর নিজস্ব তহবিল থেকে। গত ৩০ ডিসেম্বর মর্গে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ছোট একটি কক্ষে চলছে ময়নাতদন্তের কাজ। লাশকাটা ঘরের পেছনের দিকে রয়েছে গুরুধাম খাল। সেখানে বর্জ্য ও রক্ত ফেলা হয়। ফলে নষ্ট হচ্ছে খালের পানি।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমির হোসাইন জানান, সদর হাসপাতালে বহুতল ভবনের নির্মাণ শেষ হলে ময়নাতদন্তের জন্য সেখানকার কোনো কক্ষ বরাদ্দ থাকবে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও ফ্রিজের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। ডোমের শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সমরজিৎ সিং জানান, গত সপ্তাহে কিছু বরাদ্দ এসেছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে