বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেতার লক্ষ্যে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ১০ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৭ জন।
উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। দুটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাকি ৮টিতে স্বতন্ত্র প্রার্থীদের কাছে রীতিমতো অসহায় সরকারদলীয় প্রার্থীরা।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিয়ানীবাজার উপজেলার ইউনিয়নগুলোতে বাড়ছে উত্তাপ-উত্তেজনা। বিরামহীন প্রচারে সরগরম ইউনিয়নগুলোর পাড়া-মহল্লা।
আলীনগর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আহবাবুর রহমান খান শিশুকে বেকায়দায় ফেলতে চাইছেন বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ (স্বতন্ত্র)। ঘোড়া প্রতীকের প্রার্থী মামুন টানা দুবারের চেয়ারম্যান।
চারখাইয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ আলীও কঠিন পরীক্ষায়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের নেতা হোসেন মুরাদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েও মাঠ দাপাচ্ছেন।
শেওলায় ভোটাররা মুখ না খুললেও নৌকার প্রার্থী জহুর উদ্দিনের সঙ্গে মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন খান জাহেদের। এই ইউপিতে জেতার পরিসংখ্যানে কেউ এগিয়ে নেই। সমানে-সমানে টক্কর হবে জহুর-আখতারের মধ্যে।
দুবাগে নৌকা প্রতীকের প্রার্থী ও টানা দুবারের চেয়ারম্যান আব্দুস সালামের ঘুম হারাম। স্বতন্ত্র প্রার্থীদের প্রচার ও কৌশলে স্বস্তিতে নেই তিনি। তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (জমিয়ত), কমর উদ্দিন চৌধুরী (আল-ইসলাহ) ও জালাল আহমদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
কুড়ারবাজারে বর্তমান চেয়ারম্যান আবু তাহেরকে (স্বতন্ত্র) পেছনে ফেলে আরেক স্বতন্ত্র প্রার্থী নজমুল ইসলাম ও জাকারিয়া আহমদের মধ্যে চলছে মাঠ দখলের লড়াই। এ ছাড়া তুতিউর রহমান তোতা (আওয়ামী লীগের বিদ্রোহী) ও আব্দুল মুমিত (স্বতন্ত্র) বাকি চার প্রার্থীর ভোটে ভাগ বসাচ্ছেন। তবে বাহার উদ্দিন (নৌকা) এখনো ঘর গোছাচ্ছেন।
মাথিউরায় নৌকা প্রতীকের প্রার্থী আমান উদ্দিনের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কছির আলী আব্দুর রবের (স্বতন্ত্র)। তাঁদের মধ্যে নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে কঠিন হিসাব চলছে। ভোটাররাও দুজনকে নিয়ে মুখ খুলছেন না।
তিলপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী এমাদ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সুবিধাজনক অবস্থায় নেই। এই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (স্বতন্ত্র) বেশ ভালো অবস্থায় রয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিবেকানন্দ দাস পিছিয়ে থাকলেও নৌকাকে ছেড়ে দেবেন না।
মুড়িয়ায় নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের জন্য চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী রুহুল ইসলাম ও ফরিদ আল মামুন।
মুল্লাপুরে নৌকা প্রতীকের প্রার্থী শামীম আহমদের সঙ্গে পিছিয়ে নেই বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান (স্বতন্ত্র) ও আব্দুল করিম। তিন প্রার্থীই ভোটারদের বিবেচনায়।
লাউতায় নৌকা প্রতীকের প্রার্থী এমএ জলিল নির্ঘুম রাত কাটাচ্ছেন। তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী দেলোওয়ার হোসেনের।
বিয়ানীবাজারে নৌকা প্রতীকের প্রার্থীদের পিছিয়ে পড়ার কারণ নিয়ে রাজনীতি বিশ্লেষক ও জাসদ নেতা মজির উদ্দিন আনসার বলেন, সরকারদলীয় প্রার্থীদের এ অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী। দলীয় কোন্দল, প্রার্থী বাছাইয়ে উদাসীনতা এবং অন্যান্য কারণে নৌকার প্রার্থীদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও আছে। তবে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কোনো আর্থিক লেনদেন বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেতার লক্ষ্যে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ১০ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৭ জন।
উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। দুটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাকি ৮টিতে স্বতন্ত্র প্রার্থীদের কাছে রীতিমতো অসহায় সরকারদলীয় প্রার্থীরা।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিয়ানীবাজার উপজেলার ইউনিয়নগুলোতে বাড়ছে উত্তাপ-উত্তেজনা। বিরামহীন প্রচারে সরগরম ইউনিয়নগুলোর পাড়া-মহল্লা।
আলীনগর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আহবাবুর রহমান খান শিশুকে বেকায়দায় ফেলতে চাইছেন বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ (স্বতন্ত্র)। ঘোড়া প্রতীকের প্রার্থী মামুন টানা দুবারের চেয়ারম্যান।
চারখাইয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ আলীও কঠিন পরীক্ষায়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের নেতা হোসেন মুরাদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েও মাঠ দাপাচ্ছেন।
শেওলায় ভোটাররা মুখ না খুললেও নৌকার প্রার্থী জহুর উদ্দিনের সঙ্গে মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন খান জাহেদের। এই ইউপিতে জেতার পরিসংখ্যানে কেউ এগিয়ে নেই। সমানে-সমানে টক্কর হবে জহুর-আখতারের মধ্যে।
দুবাগে নৌকা প্রতীকের প্রার্থী ও টানা দুবারের চেয়ারম্যান আব্দুস সালামের ঘুম হারাম। স্বতন্ত্র প্রার্থীদের প্রচার ও কৌশলে স্বস্তিতে নেই তিনি। তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (জমিয়ত), কমর উদ্দিন চৌধুরী (আল-ইসলাহ) ও জালাল আহমদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
কুড়ারবাজারে বর্তমান চেয়ারম্যান আবু তাহেরকে (স্বতন্ত্র) পেছনে ফেলে আরেক স্বতন্ত্র প্রার্থী নজমুল ইসলাম ও জাকারিয়া আহমদের মধ্যে চলছে মাঠ দখলের লড়াই। এ ছাড়া তুতিউর রহমান তোতা (আওয়ামী লীগের বিদ্রোহী) ও আব্দুল মুমিত (স্বতন্ত্র) বাকি চার প্রার্থীর ভোটে ভাগ বসাচ্ছেন। তবে বাহার উদ্দিন (নৌকা) এখনো ঘর গোছাচ্ছেন।
মাথিউরায় নৌকা প্রতীকের প্রার্থী আমান উদ্দিনের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কছির আলী আব্দুর রবের (স্বতন্ত্র)। তাঁদের মধ্যে নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে কঠিন হিসাব চলছে। ভোটাররাও দুজনকে নিয়ে মুখ খুলছেন না।
তিলপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী এমাদ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সুবিধাজনক অবস্থায় নেই। এই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (স্বতন্ত্র) বেশ ভালো অবস্থায় রয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিবেকানন্দ দাস পিছিয়ে থাকলেও নৌকাকে ছেড়ে দেবেন না।
মুড়িয়ায় নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের জন্য চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী রুহুল ইসলাম ও ফরিদ আল মামুন।
মুল্লাপুরে নৌকা প্রতীকের প্রার্থী শামীম আহমদের সঙ্গে পিছিয়ে নেই বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান (স্বতন্ত্র) ও আব্দুল করিম। তিন প্রার্থীই ভোটারদের বিবেচনায়।
লাউতায় নৌকা প্রতীকের প্রার্থী এমএ জলিল নির্ঘুম রাত কাটাচ্ছেন। তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী দেলোওয়ার হোসেনের।
বিয়ানীবাজারে নৌকা প্রতীকের প্রার্থীদের পিছিয়ে পড়ার কারণ নিয়ে রাজনীতি বিশ্লেষক ও জাসদ নেতা মজির উদ্দিন আনসার বলেন, সরকারদলীয় প্রার্থীদের এ অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী। দলীয় কোন্দল, প্রার্থী বাছাইয়ে উদাসীনতা এবং অন্যান্য কারণে নৌকার প্রার্থীদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও আছে। তবে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কোনো আর্থিক লেনদেন বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে