বিনোদন প্রতিবেদক, ঢাকা
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে আরও এক অনুদানের সিনেমা। নাম ‘যুদ্ধজীবন’। সত্য ঘটনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতারের লেখা যুদ্ধজীবন গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র মহিলা উপাচার্য। ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে যে জনসভা হয়েছিল,
তাতে শিরীণ আখতার বক্তব্য দিয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। যুদ্ধজীবন সিনেমাটি পরিচালনা করছেন শিরীণ আখতারের মেয়ে রিফাত মোস্তফা টিনা। চিত্রনাট্য রচনা করেছেন মহিউদ্দিন। গত সোমবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমার শুটিং।
যুদ্ধজীবন সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আহমেদ। তাঁর বিপরীতে আছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নাবিলা বলেন, ‘গল্পটা হয়তো অনেকেই পড়েছেন। তবে, সিনেমার চিত্রনাট্যটা দারুণ হয়েছে। এই সিনেমায় অভিনয় করতে পেরে আমি অনেক খুশি।’
সিনেমাটি নিয়ে নির্মাতা রিফাত মোস্তফা টিনা বলেন, ‘যুদ্ধজীবন মূলত সত্য ঘটনা, আমার মা অধ্যাপক ড. শিরীণ আখতারের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। প্রথম লটে আমরা টানা সাত-আট দিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে দশ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে দৃশ্য ধারণ। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করব।’
এর আগে বেশ কয়েকটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস। নতুন এই সিনেমা নিয়ে তিনি বলেন, ‘এর আগে মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্পে নির্মিত “দামপাড়া” সিনেমার কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। যুদ্ধজীবনের গল্পটা আশির দশক-পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে। আপাতত গল্পটা শেয়ার করতে পারছি না। এতটুকু বলতে পারি—গল্প, বিষয় আর চরিত্রসংশ্লিষ্ট স্থানেই শুটিং হচ্ছে। কাজটি করতে ভালো লাগছে। সেই সময়টাকে অনুভব করার চেষ্টা করছি।’
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে আরও এক অনুদানের সিনেমা। নাম ‘যুদ্ধজীবন’। সত্য ঘটনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতারের লেখা যুদ্ধজীবন গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র মহিলা উপাচার্য। ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে যে জনসভা হয়েছিল,
তাতে শিরীণ আখতার বক্তব্য দিয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। যুদ্ধজীবন সিনেমাটি পরিচালনা করছেন শিরীণ আখতারের মেয়ে রিফাত মোস্তফা টিনা। চিত্রনাট্য রচনা করেছেন মহিউদ্দিন। গত সোমবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমার শুটিং।
যুদ্ধজীবন সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আহমেদ। তাঁর বিপরীতে আছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নাবিলা বলেন, ‘গল্পটা হয়তো অনেকেই পড়েছেন। তবে, সিনেমার চিত্রনাট্যটা দারুণ হয়েছে। এই সিনেমায় অভিনয় করতে পেরে আমি অনেক খুশি।’
সিনেমাটি নিয়ে নির্মাতা রিফাত মোস্তফা টিনা বলেন, ‘যুদ্ধজীবন মূলত সত্য ঘটনা, আমার মা অধ্যাপক ড. শিরীণ আখতারের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। প্রথম লটে আমরা টানা সাত-আট দিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে দশ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে দৃশ্য ধারণ। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করব।’
এর আগে বেশ কয়েকটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস। নতুন এই সিনেমা নিয়ে তিনি বলেন, ‘এর আগে মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্পে নির্মিত “দামপাড়া” সিনেমার কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। যুদ্ধজীবনের গল্পটা আশির দশক-পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে। আপাতত গল্পটা শেয়ার করতে পারছি না। এতটুকু বলতে পারি—গল্প, বিষয় আর চরিত্রসংশ্লিষ্ট স্থানেই শুটিং হচ্ছে। কাজটি করতে ভালো লাগছে। সেই সময়টাকে অনুভব করার চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে