নিজস্ব প্রতিবেদক, খুলনা
বিজয় দিবসে খুলনা বিএনপির দুই পক্ষ নগরীতে পৃথক সমাবেশ ও শোভাযাত্রা করেছে। গত বৃহস্পতিবার সকালে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ও নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করে গল্লামারী স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অপরদিকে একই দিন বিকেলে সদ্য ঘোষিত মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক যথাক্রমে শফিকুল আলম মনা ও আমির এজাজ খানের নেতৃত্বে সমাবেশ ও শোভাযাত্রা করা হয়।
সকালের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার, কিন্তু তা হয়নি। স্বাধীনতার ৫০ বছরে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এস আর ফারুক, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, অ্যাডভোকেট গোলাম মওলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে সদ্য ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সমাবেশ ও শোভাযাত্রা হয়। দুপুরের দিকে একের পর এক মিছিল এসে জমায়েত হতে থাকে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে।
দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাঁকে দেশে ফিরে আসার ব্যবস্থা করতে হবে। সারা দেশের লাখ লাখ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।’
শফিকুল আলম মনা আরও বলেন, ‘এ সরকার জিয়া পরিবারকে ভয় পায়। কারণ তাঁদের যেখানে ব্যর্থতা, সেখানেই জিয়া পরিবারের সফলতা। এ জন্য অযোগ্য, ব্যর্থ, লুটেরা, ভোট ডাকাতির সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। তারা তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজানো মামলায় বন্দী রেখে হত্যা করতে চায়।’
এ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শেখ মুজিবর রহমান, নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, সাবেক সাংসদ অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা ফখরুল আলম, নগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ও নগর যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও রকিবুল ইসলাম বকুল।
বিজয় দিবসে খুলনা বিএনপির দুই পক্ষ নগরীতে পৃথক সমাবেশ ও শোভাযাত্রা করেছে। গত বৃহস্পতিবার সকালে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ও নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করে গল্লামারী স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অপরদিকে একই দিন বিকেলে সদ্য ঘোষিত মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক যথাক্রমে শফিকুল আলম মনা ও আমির এজাজ খানের নেতৃত্বে সমাবেশ ও শোভাযাত্রা করা হয়।
সকালের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার, কিন্তু তা হয়নি। স্বাধীনতার ৫০ বছরে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট এস আর ফারুক, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, অ্যাডভোকেট গোলাম মওলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে সদ্য ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সমাবেশ ও শোভাযাত্রা হয়। দুপুরের দিকে একের পর এক মিছিল এসে জমায়েত হতে থাকে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে।
দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাঁকে দেশে ফিরে আসার ব্যবস্থা করতে হবে। সারা দেশের লাখ লাখ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।’
শফিকুল আলম মনা আরও বলেন, ‘এ সরকার জিয়া পরিবারকে ভয় পায়। কারণ তাঁদের যেখানে ব্যর্থতা, সেখানেই জিয়া পরিবারের সফলতা। এ জন্য অযোগ্য, ব্যর্থ, লুটেরা, ভোট ডাকাতির সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। তারা তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাজানো মামলায় বন্দী রেখে হত্যা করতে চায়।’
এ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শেখ মুজিবর রহমান, নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, সাবেক সাংসদ অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা ফখরুল আলম, নগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ও নগর যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও রকিবুল ইসলাম বকুল।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে