আরিফ আহম্মেদ, গৌরীপুর
অভাবের তাড়নায় পড়াশোনা করতে না পারার একটা আক্ষেপ ছিল হারুনের মনে। তবে তিনি হাল ছাড়েননি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ২৪ বছর বয়সে এবার এসএসসি পাস করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-২.৮৬ পেয়ে এসএসসি পাস করেন। এইচএসসিতেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানান হারুন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদকবিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছেন চা বিক্রেতা মো. হারুন মিয়া। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছেন এই চা দোকানি।
হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। পরিবারে অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিক পর্যায় থেকে পড়াশোনার ইতি ঘটে তাঁর। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরনের বই পড়তেন হারুন।
পড়ার প্রতি তাঁর এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণায় ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারুন। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাস করেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেই। এ সুযোগের কারণেই হারুন ২৪ বছর বয়সে এসে এসএসসি পাস করেছে। তিনি তাঁর সাফল্য কামনা করেন।
হারুন মিয়া জানান, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও তিনি হাল ছাড়েননি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াবেন। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে স্নাতক সম্পন্ন করাই এখন তাঁর স্বপ্ন।
হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুন পঞ্চম। এর মধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট বোন চলতি বছর এইচএসসি পাস করেছেন। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার খরচ চালান হারুন।
অভাবের তাড়নায় পড়াশোনা করতে না পারার একটা আক্ষেপ ছিল হারুনের মনে। তবে তিনি হাল ছাড়েননি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে ২৪ বছর বয়সে এবার এসএসসি পাস করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-২.৮৬ পেয়ে এসএসসি পাস করেন। এইচএসসিতেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানান হারুন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদকবিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছেন চা বিক্রেতা মো. হারুন মিয়া। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছেন এই চা দোকানি।
হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। পরিবারে অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিক পর্যায় থেকে পড়াশোনার ইতি ঘটে তাঁর। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরনের বই পড়তেন হারুন।
পড়ার প্রতি তাঁর এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণায় ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারুন। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাস করেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাস করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। এ ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেই। এ সুযোগের কারণেই হারুন ২৪ বছর বয়সে এসে এসএসসি পাস করেছে। তিনি তাঁর সাফল্য কামনা করেন।
হারুন মিয়া জানান, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও তিনি হাল ছাড়েননি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াবেন। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে স্নাতক সম্পন্ন করাই এখন তাঁর স্বপ্ন।
হারুনের বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুন পঞ্চম। এর মধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট বোন চলতি বছর এইচএসসি পাস করেছেন। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার খরচ চালান হারুন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে