নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
যে বয়সে শান্তিতে দুদণ্ড বিশ্রাম নেওয়ার কথা, সে বয়সেও পান বিক্রি করে সংসার চালাতে হচ্ছে মোজাম্মেল মিয়াকে (৮০)। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামে।
মোজাম্মেলের জমিজমা বলতে যা ছিল, তা বিলীন হয়েছে সন্ধ্যা নদীতে। এখন নদীর ধারেই একটি ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে তাঁর বসবাস। শরীরে রোগশোক যতই বাসা বাঁধুক, রুটি–রুজির সন্ধানে তাঁকে বের হতে হয় পানের বাক্স গলায় ঝুলিয়ে। প্রতিদিন কাকডাকা ভোরে বৃদ্ধ মোজাম্মেল ছোটেন উপজেলার হাটবাজারে। পান বিক্রি করে সামান্য কিছু আয় করেন। তবে অভাবের সংসারে সে রসদ পুড়তে বেশি সময় লাগে না।
জানা গেছে, পরিবারে তার ত্রিশোর্ধ্ব এক সন্তান রয়েছে। নাম নূর হোসেন। কিন্তু কয়েক বছর ধরে খুবই অসুস্থ। তাই স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও এক নাতিসহ পুরো পরিবার এখন নির্ভরশীল মোজাম্মেলের উপার্জনের ওপর।
মোজ্জামেল মিয়া বলেন, তার ছেলে একসময় মাছ ধরত। তার আয় আর বয়স্ক ভাতা হিসেবে পাওয়া হাজার দেড়েক টাকা মিলিয়ে কোনো রকমে সংসার খরচ চলে যেত। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। বাম চোখে ভালো দেখতে পান না। এরপরও প্রতিদিন পান বেচতে বের হন। পান বিক্রি করে দৈনিক সামান্য কিছু টাকা পান। তাতে টেনেটুনে সংসার চলছে। তবে কুলিয়ে উঠতে পারছেন না। এই বয়সে পানের বাক্স গলায় ঝুলিয়ে হাঁটতে খুব কষ্ট হয়। ক্লান্ত লাগে। তা ছাড়া বাম চোখ দিয়ে শুধু পানি ঝরে। এই অবস্থা দেখে লোকেরা তাঁর কাছ থেকে পান কিনতে চান না। বছর দেড়েক আগে একটি ঘরের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এখনো তা ভাগ্যে জোটেনি।
কান্নাজড়িত কণ্ঠে মোজ্জাম্মল মিয়া আরও বলেন, ‘যদি কোথাও ছোটখাটো একটা পানের দোকান দিয়ে বসতে পারতাম! তাহলে হয়তো বৃদ্ধ বয়সে কিছুটা স্বস্তি পেতাম। হাজার বিশেক টাকা হলেই দোকানটা দিতে পারতাম।’
এ বিষয়ে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বজলু মিয়া বলেন, ‘আমি শুনেছি মোজাম্মেল মিয়া একটি ঘরের জন্য আবেদন করেছেন। তিনি যেন ঘর পান, সে জন্য আমাদের পক্ষ থেকেও চেষ্টা চলছে।’ পানের একটি দোকান করতে বৃদ্ধ মোজাম্মেলের আকুতির বিষয়ে তিনি জানান, সমাজে অনেক বিত্তবান রয়েছেন। তাঁদের কেউ যদি সহযোগিতা করেন, তবে দরিদ্র পরিবারটির জন্য খেয়ে-পরে বেঁচে থাকার একটা ব্যবস্থা হবে।
যে বয়সে শান্তিতে দুদণ্ড বিশ্রাম নেওয়ার কথা, সে বয়সেও পান বিক্রি করে সংসার চালাতে হচ্ছে মোজাম্মেল মিয়াকে (৮০)। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামে।
মোজাম্মেলের জমিজমা বলতে যা ছিল, তা বিলীন হয়েছে সন্ধ্যা নদীতে। এখন নদীর ধারেই একটি ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে তাঁর বসবাস। শরীরে রোগশোক যতই বাসা বাঁধুক, রুটি–রুজির সন্ধানে তাঁকে বের হতে হয় পানের বাক্স গলায় ঝুলিয়ে। প্রতিদিন কাকডাকা ভোরে বৃদ্ধ মোজাম্মেল ছোটেন উপজেলার হাটবাজারে। পান বিক্রি করে সামান্য কিছু আয় করেন। তবে অভাবের সংসারে সে রসদ পুড়তে বেশি সময় লাগে না।
জানা গেছে, পরিবারে তার ত্রিশোর্ধ্ব এক সন্তান রয়েছে। নাম নূর হোসেন। কিন্তু কয়েক বছর ধরে খুবই অসুস্থ। তাই স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও এক নাতিসহ পুরো পরিবার এখন নির্ভরশীল মোজাম্মেলের উপার্জনের ওপর।
মোজ্জামেল মিয়া বলেন, তার ছেলে একসময় মাছ ধরত। তার আয় আর বয়স্ক ভাতা হিসেবে পাওয়া হাজার দেড়েক টাকা মিলিয়ে কোনো রকমে সংসার খরচ চলে যেত। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। বাম চোখে ভালো দেখতে পান না। এরপরও প্রতিদিন পান বেচতে বের হন। পান বিক্রি করে দৈনিক সামান্য কিছু টাকা পান। তাতে টেনেটুনে সংসার চলছে। তবে কুলিয়ে উঠতে পারছেন না। এই বয়সে পানের বাক্স গলায় ঝুলিয়ে হাঁটতে খুব কষ্ট হয়। ক্লান্ত লাগে। তা ছাড়া বাম চোখ দিয়ে শুধু পানি ঝরে। এই অবস্থা দেখে লোকেরা তাঁর কাছ থেকে পান কিনতে চান না। বছর দেড়েক আগে একটি ঘরের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এখনো তা ভাগ্যে জোটেনি।
কান্নাজড়িত কণ্ঠে মোজ্জাম্মল মিয়া আরও বলেন, ‘যদি কোথাও ছোটখাটো একটা পানের দোকান দিয়ে বসতে পারতাম! তাহলে হয়তো বৃদ্ধ বয়সে কিছুটা স্বস্তি পেতাম। হাজার বিশেক টাকা হলেই দোকানটা দিতে পারতাম।’
এ বিষয়ে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বজলু মিয়া বলেন, ‘আমি শুনেছি মোজাম্মেল মিয়া একটি ঘরের জন্য আবেদন করেছেন। তিনি যেন ঘর পান, সে জন্য আমাদের পক্ষ থেকেও চেষ্টা চলছে।’ পানের একটি দোকান করতে বৃদ্ধ মোজাম্মেলের আকুতির বিষয়ে তিনি জানান, সমাজে অনেক বিত্তবান রয়েছেন। তাঁদের কেউ যদি সহযোগিতা করেন, তবে দরিদ্র পরিবারটির জন্য খেয়ে-পরে বেঁচে থাকার একটা ব্যবস্থা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে