মুশফিকেরা ম্যাক্সিতে মুগ্ধ, অস্ট্রেলিয়া নিয়ে সতর্ক বাংলাদেশ

রানা আব্বাস, পুনে থেকে
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯: ৪১
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯: ৪৪

পুনেতে এবার বাংলাদেশ দল যে টিম হোটেলে উঠেছে, সেটির সঙ্গেই এক বিশাল শপিং মল। দলের বেশির ভাগ সদস্য গতকাল দুপুরে খাবার খেলেন শপিং মলের ফুড কোর্টে। খাবার শেষে কেউ কেউ স্পোর্টস শপ থেকে টুকটাক কেনাকাটা করলেন।

দলের যাঁর সঙ্গেই দেখা, ঘুরেফিরে এল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। আর অবধারিতভাবে এল গ্লেন ম্যাক্সওয়েলের ওই ইনিংস। ৯১ রানে দলের ৭ উইকেট পড়ে যাওয়ার পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়লেন। পায়ের পেশিতে টান লেগে প্রায় নড়তে পারছিলেন না। এক পায়েই অমন মহাকাব্যিক, অতুলনীয়, অতিমানবীয় ইনিংস খেললেন। অপরাজিত ২০১ রান করে দলকে জিতিয়ে ফিরলেন ‘ম্যাক্সি’। এমন ইনিংসে পুরো ক্রিকেটবিশ্ব মুগ্ধ, অবাক। বাংলাদেশ দলেরও মুগ্ধ না হওয়ার কোনো কারণ নেই। ফুড কোর্ট থেকে ফেরার সময় দলের কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম বলে উঠলেন, ‘পাগল করা এক ইনিংস’! ফুড কোর্ট থেকে ফেরার সময় দেখা হলো মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের সঙ্গেও। সবার মতো তাঁরাও মুগ্ধ ম্যাক্সির ইনিংসে। ‘দারুণ ব্যাটিং, ভালো লেগেছে’—মিরাজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া।

পরিচিত সাংবাদিকদের কাছে ম্যাক্সওয়েলের ইনিংসটার বর্ণনা দিতে দিতেই টিম হোটেলে ফিরছিলেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। অস্ট্রেলিয়ান ব্যাটারের ইনিংসে মুগ্ধ হলেও অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ। অজিদের পরের ম্যাচটাই যে বাংলাদেশের সঙ্গে। পরশু পুনেতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করার লক্ষ্যে। অস্ট্রেলিয়ার এমনি সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এরপর অমন জয়, এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত কিছু করা মোটেও সহজ নয়। যেখানে বাংলাদেশ দল উল্টো হারিয়েছে তাঁদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। যিনি দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক।

সুমন অবশ্য এ অস্ট্রেলিয়াকে অজেয় মনে করেন না। গতকাল টিম হোটেলে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা যত ম্যাচ খেলেছি, সব কটিতেই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ বলতে কেউ নেই। শুধু অস্ট্রেলিয়া নয়, সব দলেরই কোনো না কোনো গেম চেঞ্জার ছিল। ওভাবে চিন্তা করলে কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ হারার কথা নয়। কিন্তু শুরুতে তারাও কিন্তু দুই ম্যাচ হেরেছে।’

প্রতিপক্ষের পারফরম্যান্সের চেয়ে নিজেদের নিয়ে তাই বেশি ভাবছেন সুমন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া ভালো ফর্মে আছে। তাদের কিছু গেম চেঞ্জার আছে—ডেভিড ওয়ার্নার, হেড, মার্শ—সবাই ভালো খেলোয়াড়। কিন্তু কোনো দলই আনবিটেবল নয়। নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলার।’

অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটা শুধু চ্যাম্পিয়নস ট্রফির কারণেই নয়, আরও কিছু কারণে বাংলাদেশের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পুনের এ ম্যাচটা শেষ বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে মুশফিক-মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারদের। কদিন আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ জানিয়ে রেখেছেন, তিনি শিগগির অবসরের ঘোষণা দেবেন। কাল যখন তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, স্মিথ হেসে শুধু বললেন, ‘নো কমেন্ট’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত