বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় জমে উঠছে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের আনন্দ ও উৎসাহ বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। তবে ইতিমধ্যে অনেকেই জমা দিতে শুরু করেছেন।
নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা পরিষদের বাইরে অনেক সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। লোক সমাগম ও সময়ের কথা বিবেচনায় রেখে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ আরও চারটি স্থানে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার বিকেল ৪টায় খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন পর্যন্ত চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত নারী পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে প্রায় তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে আসার সময় অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে তাঁদের আসতে নিষেধ করেছি।’ নির্বাচনী পরিবেশে এ পর্যন্ত তিনি খুশি বলে জানান।
ঝলইশালশিড়ি ইউনিয়নে সংরক্ষিত পদের প্রার্থী ও বর্তমান সংরক্ষিত সদস্য মেরিনা আকতার বলেন, ‘বিগত বছরগুলোয়জনগণের সঙ্গে ছিলাম। আবারও মনোনয়নপত্র তুললাম। আগামী ২৫ তারিখ জমা দেব।’
চন্দনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মন্টেজ জানান, স্থানীয় জনগণের কথা বিবেচনা করে ও তাঁদের ইচ্ছেতেই তিনি প্রার্থী হচ্ছেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।
বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ঠিক রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় জমে উঠছে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের আনন্দ ও উৎসাহ বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। তবে ইতিমধ্যে অনেকেই জমা দিতে শুরু করেছেন।
নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা পরিষদের বাইরে অনেক সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। লোক সমাগম ও সময়ের কথা বিবেচনায় রেখে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ আরও চারটি স্থানে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার বিকেল ৪টায় খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন পর্যন্ত চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত নারী পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে প্রায় তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়ন থেকে মনোনয়নপত্র জমা দিতে আসা চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে আসার সময় অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে তাঁদের আসতে নিষেধ করেছি।’ নির্বাচনী পরিবেশে এ পর্যন্ত তিনি খুশি বলে জানান।
ঝলইশালশিড়ি ইউনিয়নে সংরক্ষিত পদের প্রার্থী ও বর্তমান সংরক্ষিত সদস্য মেরিনা আকতার বলেন, ‘বিগত বছরগুলোয়জনগণের সঙ্গে ছিলাম। আবারও মনোনয়নপত্র তুললাম। আগামী ২৫ তারিখ জমা দেব।’
চন্দনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মন্টেজ জানান, স্থানীয় জনগণের কথা বিবেচনা করে ও তাঁদের ইচ্ছেতেই তিনি প্রার্থী হচ্ছেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।
বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ঠিক রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে