জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নতুন লেন প্রশস্ত করা হয়েছে। তবে নতুন লেনটিতে বসানো হয়নি গতিরোধক। এতে আতঙ্কে মহাসড়ক পারাপার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গেটসংলগ্ন এই লেনের নির্মাণকাজ মাসখানেক আগে শেষ হয়েছে। কিন্তু লেনটির উভয় পাশে এখনো গতিরোধক স্থাপিত হয়নি। ফলে উচ্চগতিতে চলছে যানবাহন। যাত্রী ওঠানামার জন্য গেটের সামনে এলোমেলোভাবে বাস দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে মহাসড়কে ওঠা গাড়ির চালকেরাও ঝুঁকির মধ্যে আছেন।
গত ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের এক শ্রমিকের আত্মীয় আশরাফ মিয়া (৩৫) ওষুধ কিনে এই লেন ধরে ফিরছিলেন। এ সময় রাজধানী পরিবহন ও সাভার পরিবহন বাসের যাত্রী ওঠানো প্রতিযোগিতায় ওভারটেকের নির্মম শিকার হয়ে সড়কেই মারা যান তিনি। নিহতের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে।
প্রান্তিক গেট-সংলগ্ন ওষুধের দোকানদার সোহাগ বলেন, ‘ফটকটি ছাত্রী হলের কাছাকাছি হওয়ায় মেয়েরা এই রাস্তা বেশি ব্যবহার করে। এখানে যাত্রী ওঠানামা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কারণ, বাসচালকেরা অসুস্থ প্রতিযোগিতা করেন। এর মধ্যে এই লেনেই দূরপাল্লার গাড়িগুলো উচ্চগতিতে চলে। কিছুদিন আগেও এখানে বাসচালকদের খামখেয়ালিতে দুর্ঘটনার শিকার হয়ে একজন মারা গেছে। দ্রুত এর সমাধান হওয়া উচিত।’
ফটকে কর্মরত এক নিরাপত্তাকর্মী বলেন, ‘গেটে প্রবেশকালে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একটা গাড়ি থামালে পেছনে আরও গাড়ি দাঁড়িয়ে যায়। তার মধ্যে এই লেনে যে গতিতে লোকাল বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতা করে, তার পরিণাম খুবই ভয়াবহ হতে পারে।’
এ বিষয়ে ঢাকা-আরিচা মহাসড়ক রেঞ্জের সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। ওখানে চলাচল করা আসলেই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে ঠিকাদারকে কাজের কথা বলা হয়েছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে এবং গতিরোধক স্থাপিত হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নতুন লেন প্রশস্ত করা হয়েছে। তবে নতুন লেনটিতে বসানো হয়নি গতিরোধক। এতে আতঙ্কে মহাসড়ক পারাপার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গেটসংলগ্ন এই লেনের নির্মাণকাজ মাসখানেক আগে শেষ হয়েছে। কিন্তু লেনটির উভয় পাশে এখনো গতিরোধক স্থাপিত হয়নি। ফলে উচ্চগতিতে চলছে যানবাহন। যাত্রী ওঠানামার জন্য গেটের সামনে এলোমেলোভাবে বাস দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে মহাসড়কে ওঠা গাড়ির চালকেরাও ঝুঁকির মধ্যে আছেন।
গত ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের এক শ্রমিকের আত্মীয় আশরাফ মিয়া (৩৫) ওষুধ কিনে এই লেন ধরে ফিরছিলেন। এ সময় রাজধানী পরিবহন ও সাভার পরিবহন বাসের যাত্রী ওঠানো প্রতিযোগিতায় ওভারটেকের নির্মম শিকার হয়ে সড়কেই মারা যান তিনি। নিহতের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে।
প্রান্তিক গেট-সংলগ্ন ওষুধের দোকানদার সোহাগ বলেন, ‘ফটকটি ছাত্রী হলের কাছাকাছি হওয়ায় মেয়েরা এই রাস্তা বেশি ব্যবহার করে। এখানে যাত্রী ওঠানামা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কারণ, বাসচালকেরা অসুস্থ প্রতিযোগিতা করেন। এর মধ্যে এই লেনেই দূরপাল্লার গাড়িগুলো উচ্চগতিতে চলে। কিছুদিন আগেও এখানে বাসচালকদের খামখেয়ালিতে দুর্ঘটনার শিকার হয়ে একজন মারা গেছে। দ্রুত এর সমাধান হওয়া উচিত।’
ফটকে কর্মরত এক নিরাপত্তাকর্মী বলেন, ‘গেটে প্রবেশকালে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একটা গাড়ি থামালে পেছনে আরও গাড়ি দাঁড়িয়ে যায়। তার মধ্যে এই লেনে যে গতিতে লোকাল বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতা করে, তার পরিণাম খুবই ভয়াবহ হতে পারে।’
এ বিষয়ে ঢাকা-আরিচা মহাসড়ক রেঞ্জের সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। ওখানে চলাচল করা আসলেই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে ঠিকাদারকে কাজের কথা বলা হয়েছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে এবং গতিরোধক স্থাপিত হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে