ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলার হাওরবেষ্টিত ও দাঙ্গাপ্রবণ এলাকাগুলো রয়েছে বিশেষ নজরদারিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩টি ইউপিতে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে ৯৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ২৭টি সাধারণ। উপজেলাটিতে ১৩ ইউপিতে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
রিটার্নিং অফিসারদের দেওয়া তথ্যানুযায়ী, এ নির্বাচনে উপজেলার ১৩টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৩ জন, ক্ষমতাসীন এই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১১ জন, জাতীয় পার্টির প্রার্থী আছেন ৭ জন, জাকের পার্টির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন এবং বাকি ২৩ জন স্বতন্ত্র প্রার্থী।
গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বর থেকে ১৩টি ইউপির ১২৫টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণ শুরু হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী স্ব স্ব কেন্দ্রে পৌঁছেছে। এ নির্বাচনে কোনো কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার থেকে মাঠে রয়েছে ১টি ভ্রাম্যমাণ টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স, ৮১৬ জন পুলিশ সদস্য ও ২ হাজার ১২৫ জন আনসার সদস্য। ভোটের আগে দুই দিন এবং ভোটের দিন এবং ভোটের পরদিনসহ মোট চার দিন আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
আইনশৃঙ্খলা বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউপি নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘আমরা এ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান গতকাল বুধবার সকালে জানান, ১৩টি ইউপিতে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাওরবেষ্টিত এলাকা আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো রয়েছে বিশেষ নজরদারিতে। এসব ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। নির্বাচনের দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যকে সাংবাদিকসহ সবার সঙ্গে পেশাদার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যেন অপেশাদার আচরণ করে পুলিশের ভাবমূর্তি নষ্ট না করেন, সে দিকে খেয়াল রাখতে বলেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলার হাওরবেষ্টিত ও দাঙ্গাপ্রবণ এলাকাগুলো রয়েছে বিশেষ নজরদারিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৩টি ইউপিতে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে ৯৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ২৭টি সাধারণ। উপজেলাটিতে ১৩ ইউপিতে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
রিটার্নিং অফিসারদের দেওয়া তথ্যানুযায়ী, এ নির্বাচনে উপজেলার ১৩টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৩ জন, ক্ষমতাসীন এই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১১ জন, জাতীয় পার্টির প্রার্থী আছেন ৭ জন, জাকের পার্টির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন এবং বাকি ২৩ জন স্বতন্ত্র প্রার্থী।
গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বর থেকে ১৩টি ইউপির ১২৫টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণ শুরু হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী স্ব স্ব কেন্দ্রে পৌঁছেছে। এ নির্বাচনে কোনো কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার থেকে মাঠে রয়েছে ১টি ভ্রাম্যমাণ টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স, ৮১৬ জন পুলিশ সদস্য ও ২ হাজার ১২৫ জন আনসার সদস্য। ভোটের আগে দুই দিন এবং ভোটের দিন এবং ভোটের পরদিনসহ মোট চার দিন আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
আইনশৃঙ্খলা বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউপি নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘আমরা এ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান গতকাল বুধবার সকালে জানান, ১৩টি ইউপিতে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাওরবেষ্টিত এলাকা আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো রয়েছে বিশেষ নজরদারিতে। এসব ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। নির্বাচনের দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যকে সাংবাদিকসহ সবার সঙ্গে পেশাদার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যেন অপেশাদার আচরণ করে পুলিশের ভাবমূর্তি নষ্ট না করেন, সে দিকে খেয়াল রাখতে বলেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে