চুল হাইলাইটে লেবুর ম্যাজিক

ফারিয়া রহমান খান, ঢাকা
প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০৬: ৪১
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১: ১০

চুল হাইলাইট করার বেশ চল এখন। ট্রেন্ডি ফ্যাশনের বেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ চুলের হাইলাইট। চুলের প্রাকৃতিক রং কিছুটা হালকা করে ফেলাই হলো হাইলাইট। সঠিকভাবে এটি করতে পারলে লুকে আনবে দারুণ বদল। বিভিন্নভাবে চুল হাইলাইট করা যায়। পারলারে যেমন বাড়িতে বসেও তেমনি এটি করা যায় সহজে। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লেবু।

লেবুকে বলা হয় প্রাকৃতিক ব্লিচ। প্রাকৃতিকভাবে চুলে হাইলাইট করতে চাইলে লেবুর রস ব্যবহার করা যায়। এর জন্য পারলারে অনেক টাকা ব্যয় করতে হবে না। বদলে চুলে পাওয়া যাবে সোনালি রঙের আমেজ।

যেভাবে কাজ করে

লেবুর রস কীভাবে আপনার চুলের রং হালকা করবে সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ব্লিচ কীভাবে কাজ করে। ব্লিচ আপনার চুলের মেলানিনকে অক্সিডাইজ করে চুলের প্রাকৃতিক রঙের ক্ষতি করে চুলের রং হালকা করে। লেবুর রসের প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড। এটি প্রাকৃতিক ব্লিচ। একে চুল খুব সহজেই শুষে নেয়। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে চুল উজ্জ্বল করে। লেবুর রস ব্লিচের মতোই আপনার চুলের মেলানিনকে অক্সিডাইজ করে রং হালকা করতে সাহায্য করে।

লেবুর রস দিয়ে চুল হাইলাইট যেভাবে

চুল ভালোভাবে শ্যাম্পু করে শুকিয়ে নিন। কারণ, হাইলাইট করার সময় শুকনো চুলে লেবুর রস ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

যা যা লাগবে

  •  এক কাপ লেবুর রস
  •  কন্ডিশনার
  • কুসুম গরম পানি
  • একটি স্প্রে বোতল

মিশ্রণ তৈরি যেভাবে

  •  স্প্রে বোতলটিতে লেবুর রস নিন।
  •  এবার এর সঙ্গে ২ অনুপাত ১ কন্ডিশনার মিশিয়ে নিন। কন্ডিশনারের বদলে পানিও ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটা চুলকে শুষ্ক করে দেবে।
  •  এবার বোতলটি ঝাঁকিয়ে মিশ্রণ তৈরি করুন।
  •  আরও উজ্জ্বল হাইলাইটের জন্য ক্যামমাইল চা অথবা মধু ব্যবহার করতে পারেন।

ব্যবহার

  •  সঠিক রং পেতে আপনার সম্পূর্ণ চুলে মিশ্রণটি স্প্রে করুন। আপনি চাইলে আপনার চুলের কিছু কিছু অংশে, যেটুকু অংশ আপনি হাইলাইট করতে চান, সেসব অংশে মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
  •  কমপক্ষে দুই ঘণ্টার জন্য আপনার চুল সরাসরি সূর্যের আলোতে রাখুন।
  •  সবশেষে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং করুন।
  • এবার সুন্দর ও চমৎকার হাইলাইটের জন্য আপনার চুল স্বাভাবিকভাবে শুকাতে দিন।

চুলের যত্নে লেবুর রস

চুল সুস্থ, সুন্দর ও উজ্জ্বল রাখতে লেবুর রস বিভিন্নভাবে কাজ করে। যেমন,

  •  লেবুর রস মাথার ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন খুশকি, চুলকানি ও শুষ্কতা দূর করে।
  •  মাথার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে।
  •  মাথার ত্বক পরিষ্কার করে।
  •  মাথার ত্বকে অতিমাত্রায় তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে মাথার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে এবং খুশকি দূর করে।
  •  লেবুর রস মাথার তালুর মরা চামড়া দূর করে।

যেভাবে রস ব্যবহার করবেন

  •  লেবুর রস মাথার ত্বকে ঘষুন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মরা চামড়া দূর হবে।
  •  ২ টেবিল চামচ নারকেল তেল ও একটি গোটা লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ফ্রিজে রাখুন। ঠান্ডা মিশ্রণ চুলে লাগিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন চুল। চুল হারানো উজ্জ্বলতা ফিরে পাবে।
  •  লেবুর অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে খুশকি কমায়। এ জন্য লেবু ও আমলকীর রসের মিশ্রণ ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ আমলকীর রস মিশিয়ে চুলের গোড়ায় আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। খুশকি দূর করার ক্ষেত্রে উপকার পাবেন।
  •  টক দই ও লেবুর রসের মিশ্রণ চুল সুন্দর ও মসৃণ করতে সহায়তা করে। এ জন্য ২ টেবিল চামচ টক দই ও ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যা দূর হবে এবং চুল হবে আরও সুন্দর ও ঝলমলে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত