ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় গাঁজা বহনের অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর অভিযানে চোরাচালানের বিভিন্ন পণ্য ট্রেনে ওঠানোর সময় এবং ইয়াবা বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। গত সোমবার উপজেলার শশীদল রেলস্টেশন ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, বিজিবি শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কুমিল্লা জেলা শাখা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার শশীদল রেলস্টেশনে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাংগীর আলম (৩০) নামের এক ব্যক্তি আটক করা হয়। এ সময় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে শশীদল রেলস্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের বিভিন্ন পণ্য ওঠানোর সময় খোরশেদ আলম নামের একজনকে আটক করা হয়। এ সময় আটক হওয়া খোরশেদ আলমের কাছ থেকে ১৫০ প্যাকেট গুঁড়ো দুধ, ৯০ প্যাকেট ল্যাক্টোজেন, ২০ প্যাকেট হরলিকস, ৬০ বোতল ন্যাচারাল কোকোনাট ওয়েল জব্দ করা হয়। এসব ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।
পরে একই দিন বিকেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে আবদুল মতিন খসরু মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে ৪০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
আটক হওয়া খোরশেদ আলম ও আবুর হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে।’
ব্রাহ্মণপাড়ায় গাঁজা বহনের অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর অভিযানে চোরাচালানের বিভিন্ন পণ্য ট্রেনে ওঠানোর সময় এবং ইয়াবা বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। গত সোমবার উপজেলার শশীদল রেলস্টেশন ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, বিজিবি শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কুমিল্লা জেলা শাখা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার শশীদল রেলস্টেশনে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাংগীর আলম (৩০) নামের এক ব্যক্তি আটক করা হয়। এ সময় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে শশীদল রেলস্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের বিভিন্ন পণ্য ওঠানোর সময় খোরশেদ আলম নামের একজনকে আটক করা হয়। এ সময় আটক হওয়া খোরশেদ আলমের কাছ থেকে ১৫০ প্যাকেট গুঁড়ো দুধ, ৯০ প্যাকেট ল্যাক্টোজেন, ২০ প্যাকেট হরলিকস, ৬০ বোতল ন্যাচারাল কোকোনাট ওয়েল জব্দ করা হয়। এসব ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।
পরে একই দিন বিকেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে আবদুল মতিন খসরু মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে ৪০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
আটক হওয়া খোরশেদ আলম ও আবুর হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে