নরসিংদী প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার। নরসিংদী মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের মঞ্চ। ঢাকা-সিলেট মহাসড়কসহ গোটা শহর ছেয়ে গেছে তোরণ, ব্যানার ও ফেস্টুনে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক—এই নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনাকল্পনা। এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা।
বেলা ২টায় সম্মেলন উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
শহর ঘুরে দেখা গেছে, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। স্টেডিয়াম থেকে শুরু করে জেলখানা মোড় হয়ে জেলার শেষ সীমান্ত ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল পর্যন্ত ২১ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে আড়াই শতাধিক তোরণ। দলীয় নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোসহ পছন্দের প্রার্থীদের পদ দেওয়ার দাবি জানানো হয়েছে এসব তোরণে। মহাসড়কের সাহেপ্রতাব, পাঁচদোনা, শেখেরচর, মাধবদী ও কান্দাইল বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের পাশাপাশি লাগানো হয়েছে ফেস্টুন। এ ছাড়া নরসিংদী শহরে টাঙানো হয়েছে অসংখ্য ফেস্টুন ও ব্যানার।
এদিকে দলের পদপ্রত্যাশীদের মুখে আনন্দ-উচ্ছ্বাসের ভাব থাকলেও কে পাচ্ছেন কাঙ্ক্ষিত পদ—এই নিয়ে রয়েছে উৎকণ্ঠা। নেতা-কর্মীরা জানান, ৭ বছর পর এবারের সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন, সদর আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরু, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি জি এম তালেব হোসেনের নাম শোনা যাচ্ছে।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাবেক পৌর মেয়র ও বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভূঁইয়া, নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকারের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে নজরুল ইসলাম হিরু সভাপতি ও আব্দুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০২০ সালের নভেম্বরে সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
দীর্ঘ সাত বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার। নরসিংদী মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের মঞ্চ। ঢাকা-সিলেট মহাসড়কসহ গোটা শহর ছেয়ে গেছে তোরণ, ব্যানার ও ফেস্টুনে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক—এই নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনাকল্পনা। এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা।
বেলা ২টায় সম্মেলন উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
শহর ঘুরে দেখা গেছে, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। স্টেডিয়াম থেকে শুরু করে জেলখানা মোড় হয়ে জেলার শেষ সীমান্ত ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল পর্যন্ত ২১ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে আড়াই শতাধিক তোরণ। দলীয় নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোসহ পছন্দের প্রার্থীদের পদ দেওয়ার দাবি জানানো হয়েছে এসব তোরণে। মহাসড়কের সাহেপ্রতাব, পাঁচদোনা, শেখেরচর, মাধবদী ও কান্দাইল বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের পাশাপাশি লাগানো হয়েছে ফেস্টুন। এ ছাড়া নরসিংদী শহরে টাঙানো হয়েছে অসংখ্য ফেস্টুন ও ব্যানার।
এদিকে দলের পদপ্রত্যাশীদের মুখে আনন্দ-উচ্ছ্বাসের ভাব থাকলেও কে পাচ্ছেন কাঙ্ক্ষিত পদ—এই নিয়ে রয়েছে উৎকণ্ঠা। নেতা-কর্মীরা জানান, ৭ বছর পর এবারের সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদে নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন, সদর আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরু, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি জি এম তালেব হোসেনের নাম শোনা যাচ্ছে।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাবেক পৌর মেয়র ও বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভূঁইয়া, নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকারের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে নজরুল ইসলাম হিরু সভাপতি ও আব্দুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০২০ সালের নভেম্বরে সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে