স্কুলে অনুপস্থিত শিক্ষককে শোকজ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৭
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪

বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পঞ্চগড়ের বোদার সুভাসুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয়। কিন্তু শোকজের ৪ দিন পার হলেও এখনো কোনো জবাব দেননি আজিজার।

বিদ্যালয়ে না গিয়ে মারামারি করায় প্রতিপক্ষ দবিরুল ইসলাম বাদী হয়ে গত ৩ ডিসেম্বর রাতে আজিজারকে প্রধান আসামি করে ২০ জনের নামে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে তিনি মামলার প্রধান আসামি হয়ে দুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে না এসে ছুটি কাটানোর বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে ওই ইউনিয়নের ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে তিনি কোনো ছুটির আবেদন করেননি। কেন তিনি স্কুলে আসেননি আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।’

এ বিষয়ে আজিজার রহমান বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে স্কুলে যেতে পারিনি। সমস্যা সমাধান হলে স্কুলে যাব।’ শোকজের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা মাসুদ হাসান বলেন, ‘সংবাদের প্রেক্ষিতে আজিজারকে শোকজ করা হয়েছে। আমি ছুটিতে আছি। এসেই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত