ইট উঠে রাস্তা এবড়োখেবড়ো ভোগান্তিতে হাজারো মানুষ

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
প্রকাশ : ১১ জুন ২০২২, ০৬: ৪৬
আপডেট : ১১ জুন ২০২২, ০৯: ৪১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইট উঠে রাস্তার কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার ব্রিজ থেকে চরবিশ্বনাথ গ্রামে যাতায়াতের এ রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। ফলে এলাকাবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। চরবিশ্বনাথ গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের প্রধান এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ইমামগঞ্জ বাজারের ব্রিজ-সংলগ্ন আলম মেম্বারের দোকান থেকে চরবিশ্বনাথ (সতুরচর) রসুলপুর মাদ্রাসা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ শাখা রাস্তাটি ৪-৫ বছর আগে নির্মাণের পর ইটের সলিং করা হয়। এর পর থেকে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। প্রায় দেড় বছর ধরে রাস্তার সলিং করা ইট ভেঙে গিয়ে বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রায় পুরো রাস্তার সলিং করা ইট গুঁড়া হয়ে গেছে। ফলে ছোট-বড় যেকোনো ধরনের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। তাই এই রাস্তাটি সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সতুরচর গ্রামের বাসিন্দা মো. আরিফুর ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা কেউ এই রাস্তা মেরামত করেন না। আমরা দুর্ভোগ নিয়া কীভাবে চলাচল করি, কেউ এসে দেখেও না।’

আরেকজন বাসিন্দা মইনুল শেখ বলেন, ‘এই রাস্তার ওপর চেয়ারম্যান-মেম্বারদের কোনো নজর নেই। এই রাস্তা দিয়ে অটোরিকশায় চলাচল করা যায় না। অনেক কষ্ট হয়, ঝাঁকুনি লাগে। তারপরও কেউ এ রাস্তাটি মেরামত করে দেন না। আমরা দ্রুত এ রাস্তাটি মেরামত করার দাবি জানাচ্ছি।’

অটোরিকশাচালক মো. ইয়ামিন বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক কষ্ট হয়। রাস্তার বিভিন্ন অংশে ইট ওঠে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে।’

বাসাইল ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম মনু বলেন, ‘এ রাস্তার জন্য উপজেলা এলজিইডি অফিসে আবেদন করা হয়েছে। এক বছর ধরে রাস্তাটির বাজে অবস্থা। এর আগের মেম্বারের সময় শুধু মাটির রাস্তা ছিল। আমরাই রাস্তাটি পাকাকরণের উপযোগী করিয়েছি। দরপত্র হলেই কাজ ধরা হবে।’

এ বিষয়ে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘এই রাস্তাটির বিষয়ে আমি জানি। আমরা আবেদন করে রেখেছি, অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত