আ.লীগের ৩ জনসহ ৭১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন

মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৯
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৭

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খারাপ ফল করা ৭১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। তাঁদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন এবং জাতীয় পার্টির দুই প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মোতাবেক, মিঠাপুকুরের ১৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ১২৯ জন। তাঁদের মধ্যে ৭১ জন ৭ ফেব্রুয়ারির ভোটের ফল অনুযায়ী জামানত হারাবেন। বিধি মোতাবেক, মোট জমা হওয়া ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানোর তালিকায় বালুয়ামাসিমপুরে নয়, দুর্গাপুরে সাত, বড়হযরতপুর ও ভাংনীতে ছয়জন করে, খোড়াগাছ, চেংমারী ও মির্জাপুরে পাঁচজন করে, ময়েনপুরে চার, রানীপুকুর, পায়রাবন্দ, লতিবপুর, মিলনপুর, গোপালপুর ও ইমাদপুরে তিনজন করে এবং বড়বালায় দুজন রয়েছেন।

জামানত হারাচ্ছেন নৌকার প্রার্থীদের মধ্যে খোড়াগাছের মাহবুবুল হক বাবলু, চেংমারীর মাহমুদুন্নবী ও বালুয়া মাসিমপুরের সাইফুল ইসলাম লোটাস। আর জাতীয় পার্টির দুজন হলেন দুর্গাপুরের সোহরাওয়ার্দী মিয়া এবং মির্জাপুরের গোলাম আজম মিলন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৭ প্রার্থীর সবাই জামানত হারানোর তালিকায় আছেন। সেই সঙ্গে জাকের পার্টির দুই, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এক ও স্বতন্ত্র ৪৬ প্রার্থী এই তালিকায় জায়গা পেয়েছেন।

নির্বাচনে সবচেয়ে কম মাত্র সাত ভোট পেয়েছেন খোড়াগাছের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক। সর্বোচ্চ ভোট পেয়েছেন দুর্গাপুরে আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান তালুকদার। তাঁর প্রাপ্ত ভোট ১১ হাজার ২৬৯। কম ভোটে চেয়ারম্যান হয়েছেন বালুয়ামাসিমপুরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত মো. শাহজাহান। তিনি মাত্র ২ হাজার ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মিঠাপুকুরে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৯৪১ জন। তাঁদের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ৩ লাখ ২৬ হাজার আটজন। এর মধ্যে বাতিল করা হয়েছে ৭ হাজার ৪০১টি ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত