ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা করোনাভাইরাসের বিপক্ষে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬৯ হাজার ৪৫০ জন। যা প্রতিরোধ বলয় অর্জনের কাছাকাছি এবং জেলার মধ্যে শতকরা হিসাবে সর্বোচ্চ বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ফকিরহাটের জনসংখ্যা ১ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকার নিবন্ধনযোগ্য রয়েছেন ১ লাখ ২০০ জন। এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলা ৮০ হাজার ১৬০ জন মানুষ টিকা নিলে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে উচ্চ প্রতিরোধ বলয় বা হার্ড ইমিউনিটি। নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্তের পর সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ সংক্রমণ থেকে রক্ষা পান তখন পরোক্ষভাবে পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হার্ড ইমিউনিটি বা উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় । তিনি আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাঁদের শরীরে ইমিউনিটি তৈরি না করে তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ আশপাশের মানুষের মধ্যে যাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী, তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় তৈরি চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র ও বিভিন্ন সভায় করোনা টিকা নেওয়ার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে। এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ আমরা টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদের এর আওতায় আনায় শতকরা হারে তা ৬৯.৩ ভাগে নেমে গেছে। তবে যেভাবে টিকার কাজ চলছে তাতে অল্প সময়ের মধ্যে আমরা সুরক্ষা বলয়ে ঢুকতে পারব।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলা করোনাভাইরাসের বিপক্ষে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬৯ হাজার ৪৫০ জন। যা প্রতিরোধ বলয় অর্জনের কাছাকাছি এবং জেলার মধ্যে শতকরা হিসাবে সর্বোচ্চ বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ফকিরহাটের জনসংখ্যা ১ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকার নিবন্ধনযোগ্য রয়েছেন ১ লাখ ২০০ জন। এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলা ৮০ হাজার ১৬০ জন মানুষ টিকা নিলে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে উচ্চ প্রতিরোধ বলয় বা হার্ড ইমিউনিটি। নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্তের পর সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ সংক্রমণ থেকে রক্ষা পান তখন পরোক্ষভাবে পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হার্ড ইমিউনিটি বা উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় । তিনি আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাঁদের শরীরে ইমিউনিটি তৈরি না করে তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ আশপাশের মানুষের মধ্যে যাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী, তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় তৈরি চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র ও বিভিন্ন সভায় করোনা টিকা নেওয়ার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে। এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ আমরা টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদের এর আওতায় আনায় শতকরা হারে তা ৬৯.৩ ভাগে নেমে গেছে। তবে যেভাবে টিকার কাজ চলছে তাতে অল্প সময়ের মধ্যে আমরা সুরক্ষা বলয়ে ঢুকতে পারব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে