ভারতে গেল আড়াই টন ইলিশের চালান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৩: ১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মৌসুমের প্রথম চালানে দুটি ট্রাকে ২ হাজার ৫৮০ কেজি ইলিশ ভারতে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের আগরতলা বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ফিশ এন্টারপ্রাইজ। অন্যদিকে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস ক্লিয়ারিং করে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, প্রতিকেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ ডলার। দুদেশেই শুল্কমুক্ত সুবিধায় এই ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। এই ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৫৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, আজ (মঙ্গলবার) প্রথম চালান ভারতের আগরতলায় পাঠানো হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক বছর  ভারতে ইলিশ রপ্তানি করা হয়। এ বছরও এই স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত