নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ দুই বছরে শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বর্ধিত সময়েও শেষ করতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভবন না থাকায় অনেক শিক্ষার্থী ছেড়েছে পড়ালেখা। দিন দিন এই সংখ্যা বাড়ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ভবনের বাকি অংশের নির্মাণকাজ দ্রুত শুরু হবে।
উপজেলা প্রকৌশল (এলজিইডি) সূত্রে জানা গেছে, চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে (প্রথম পর্যায়ে) ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে পাঁচ কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স এস আলম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শুরু করার কথা ছিল ২০২০ সালের ২৫ এপ্রিল। আর শেষ করার কথা চলতি বছরের ১ জানুয়ারি। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সময় বাড়ানো আবেদন করলে ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এই সময়ে ভবনের ২০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে বলে দাবি উপজেলা প্রকৌশল (এলজিইডির)।
এদিকে দুই বছর ধরে বিদ্যালয়ের ভবন না থাকায় স্থানীয় একটি এফআইবিডিবির এক চালা টিনশেডের পরিত্যক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চলছে কোনো রকম। ওই ভবনেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য ২০২০ সালের ২১ মে স্কুল ভবনটি ভাঙা হয়। অনেকবার ইঞ্জিনিয়ার অফিস ও শিক্ষা অফিসকে বলার পরও কোনো প্রতিকার পাচ্ছি না। এতে বিদ্যালয়ের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।’
সরেজমিন জানা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে স্কুলের নির্মাণাধীন কাজের প্রথম অংশ। যেটুকু কাজ হয়েছে তা-ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা সৌকত আলী অভিযোগ করে বলেন, ‘দুই বছর ধইরা ঠিকাদার কাজ ফালাই রাখছে। কী কারণে কাজ করে না আল্লাহই জানে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার জানায়, ‘এত দিন করোনার জন্য আমরার স্কুল বন্ধ আছিন। অহন সরকার স্কুল খুইলা দিলেও গ্রামের স্কুল ভাঙা। তাই পড়তাম পারি না।’
ঠিকাদার নাসির উদ্দিন রানা বলেন, ‘ভবনের কাজ শুরু করার পর এক নির্মাণশ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা যান। এর পর থেকেই কাজ বন্ধ। এই সপ্তাহের মধ্যেই আবার কাজ শুরু করব।’
উপসহকারী প্রকৌশলী মো. ইছহাক মিয়া বলেন, ‘ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া বলেন, ‘এ বিষয়ে প্রধান শিক্ষক আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমি উপজেলা এলজিইডির সংশ্লিষ্টদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘স্থানীয়রা ভবন নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলীর সঙ্গে এ ব্যাপারে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ দুই বছরে শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বর্ধিত সময়েও শেষ করতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভবন না থাকায় অনেক শিক্ষার্থী ছেড়েছে পড়ালেখা। দিন দিন এই সংখ্যা বাড়ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ভবনের বাকি অংশের নির্মাণকাজ দ্রুত শুরু হবে।
উপজেলা প্রকৌশল (এলজিইডি) সূত্রে জানা গেছে, চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে (প্রথম পর্যায়ে) ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে পাঁচ কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স এস আলম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শুরু করার কথা ছিল ২০২০ সালের ২৫ এপ্রিল। আর শেষ করার কথা চলতি বছরের ১ জানুয়ারি। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সময় বাড়ানো আবেদন করলে ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এই সময়ে ভবনের ২০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে বলে দাবি উপজেলা প্রকৌশল (এলজিইডির)।
এদিকে দুই বছর ধরে বিদ্যালয়ের ভবন না থাকায় স্থানীয় একটি এফআইবিডিবির এক চালা টিনশেডের পরিত্যক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চলছে কোনো রকম। ওই ভবনেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য ২০২০ সালের ২১ মে স্কুল ভবনটি ভাঙা হয়। অনেকবার ইঞ্জিনিয়ার অফিস ও শিক্ষা অফিসকে বলার পরও কোনো প্রতিকার পাচ্ছি না। এতে বিদ্যালয়ের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।’
সরেজমিন জানা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে স্কুলের নির্মাণাধীন কাজের প্রথম অংশ। যেটুকু কাজ হয়েছে তা-ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা সৌকত আলী অভিযোগ করে বলেন, ‘দুই বছর ধইরা ঠিকাদার কাজ ফালাই রাখছে। কী কারণে কাজ করে না আল্লাহই জানে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার জানায়, ‘এত দিন করোনার জন্য আমরার স্কুল বন্ধ আছিন। অহন সরকার স্কুল খুইলা দিলেও গ্রামের স্কুল ভাঙা। তাই পড়তাম পারি না।’
ঠিকাদার নাসির উদ্দিন রানা বলেন, ‘ভবনের কাজ শুরু করার পর এক নির্মাণশ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা যান। এর পর থেকেই কাজ বন্ধ। এই সপ্তাহের মধ্যেই আবার কাজ শুরু করব।’
উপসহকারী প্রকৌশলী মো. ইছহাক মিয়া বলেন, ‘ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া বলেন, ‘এ বিষয়ে প্রধান শিক্ষক আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমি উপজেলা এলজিইডির সংশ্লিষ্টদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘স্থানীয়রা ভবন নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলীর সঙ্গে এ ব্যাপারে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে