সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থানের ডাস্টবিনে জমে থাকছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য দুই মাস ধরে অপসারণ না করায় দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে পৌরসভা কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলার জন্য ১২টি ডাস্টবিন বসায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দুদিন পরপর এসব ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ট্রাকে করে পৌরসভা ভবনের পাশে একটি নির্জন জায়গার নালায় ফেলতেন। ছয় বছর ধরে ওই নালাতেই পৌর এলাকার সব ধরনের ময়লা-আবর্জনা ফেলে আসছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। দুই মাস আগে ওই নালাকে নিজের মালিকানা দাবি করে এক ব্যক্তি আবর্জনা ফেলতে নিষেধ করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যাতে আবর্জনা ফেলতে না পারে, সে জন্য নালার চারদিকে বাঁশ দিয়ে বেড়া দেন। ওই নালায় ময়লা ফেলতে না পেরে পরিচ্ছন্নতাকর্মীরা দুই মাস ধরে ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করতে আসছেন না। দুই মাস ধরে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ না করার কারণে দুর্গন্ধে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ।
পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন ডাস্টবিনের সামনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ডাস্টবিনে ময়লা-আবর্জনার স্তূপে কুকুর-বিড়াল উচ্ছিষ্ট খাচ্ছে। ময়লার পাশ দিয়ে যেসব যানবাহনে মানুষ চলাচল করছে, সেগুলোর চালক, যাত্রী ও পথচারীরা নাকে মুখে হাত দিয়ে চলাচল করছে।
ভবনাথপুর মহল্লার বাসিন্দা সুলতান মিয়া জানান, দুই মাস ধরে ময়লা-আবর্জনা অপসারণ না করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। আবর্জনার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ ছাড়া পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম জানান, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের জায়গাকে এক ব্যক্তি মালিকানা দাবি করে ময়লা-আবর্জনা ফেলতে দিচ্ছেন না। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। এ কারণে পৌরবাসী দুর্ভোগে পড়েছে।
নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থানের ডাস্টবিনে জমে থাকছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য দুই মাস ধরে অপসারণ না করায় দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে পৌরসভা কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলার জন্য ১২টি ডাস্টবিন বসায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দুদিন পরপর এসব ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ট্রাকে করে পৌরসভা ভবনের পাশে একটি নির্জন জায়গার নালায় ফেলতেন। ছয় বছর ধরে ওই নালাতেই পৌর এলাকার সব ধরনের ময়লা-আবর্জনা ফেলে আসছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। দুই মাস আগে ওই নালাকে নিজের মালিকানা দাবি করে এক ব্যক্তি আবর্জনা ফেলতে নিষেধ করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যাতে আবর্জনা ফেলতে না পারে, সে জন্য নালার চারদিকে বাঁশ দিয়ে বেড়া দেন। ওই নালায় ময়লা ফেলতে না পেরে পরিচ্ছন্নতাকর্মীরা দুই মাস ধরে ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করতে আসছেন না। দুই মাস ধরে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ না করার কারণে দুর্গন্ধে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ।
পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন ডাস্টবিনের সামনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ডাস্টবিনে ময়লা-আবর্জনার স্তূপে কুকুর-বিড়াল উচ্ছিষ্ট খাচ্ছে। ময়লার পাশ দিয়ে যেসব যানবাহনে মানুষ চলাচল করছে, সেগুলোর চালক, যাত্রী ও পথচারীরা নাকে মুখে হাত দিয়ে চলাচল করছে।
ভবনাথপুর মহল্লার বাসিন্দা সুলতান মিয়া জানান, দুই মাস ধরে ময়লা-আবর্জনা অপসারণ না করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। আবর্জনার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ ছাড়া পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সোনারগাঁ পৌরসভার সচিব শামসুল আলম জানান, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের জায়গাকে এক ব্যক্তি মালিকানা দাবি করে ময়লা-আবর্জনা ফেলতে দিচ্ছেন না। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। এ কারণে পৌরবাসী দুর্ভোগে পড়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে