কাউন্সিলর হিসেবে শপথ আলোচিত টিনুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ১৬
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ৪৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল মোস্তফা টিনু শপথ নিয়েছেন। গত রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি শপথ নেন। তাঁর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন এবং রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার মো. নুরুল মোস্তফা টিনু বলেন, তিনি এখনো ঢাকায় আছেন। ১০ নভেম্বর থেকে নিয়মিত অফিস করবেন।

গত ৭ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাত্র ৭৮৯ ভোট পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. নুরুল মোস্তফা টিনু। ওই সময় তিনি একটি অস্ত্র মামলায় কারাগারে ছিলেন। আদালত সূত্র জানা গেছে, গত ২৬ অক্টোবর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নুর মোস্তফা টিনুকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত