কুমিল্লা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মুক্তিপণের টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাহটি গ্রামের হৃদয় (২৬), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীরল্লা গ্রামের মো. সুজন (২৬) ও ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই রহমতপুর গ্রামের নূর মোহাম্মদ শরিফ (২৫)।
কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত সোমবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বটতলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মুক্তিপণের ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত মো. ইসমাইল আলীকে।
র্যাব আরও জানায়, সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল আলী (৩৫) ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসেন। তিনি জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি যাত্রীছাউনিতে অবস্থান করার সময় অপহরণকারী চক্রের একটি দল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে ধরে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা ইসমাইল আলীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর ভাইকে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার গত রবি ও সোমবার অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা পাঠান। গত সোমবার বিষয়টি পরিবারের সদস্যরা র্যাবকে জানান।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অপহরণকারী এই চক্রটি কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের টার্গেট করে।
ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মুক্তিপণের টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাহটি গ্রামের হৃদয় (২৬), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীরল্লা গ্রামের মো. সুজন (২৬) ও ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই রহমতপুর গ্রামের নূর মোহাম্মদ শরিফ (২৫)।
কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত সোমবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বটতলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মুক্তিপণের ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত মো. ইসমাইল আলীকে।
র্যাব আরও জানায়, সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল আলী (৩৫) ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসেন। তিনি জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি যাত্রীছাউনিতে অবস্থান করার সময় অপহরণকারী চক্রের একটি দল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে ধরে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা ইসমাইল আলীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর ভাইকে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার গত রবি ও সোমবার অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা পাঠান। গত সোমবার বিষয়টি পরিবারের সদস্যরা র্যাবকে জানান।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অপহরণকারী এই চক্রটি কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের টার্গেট করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে