চার প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন দম্পতির

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০৬: ৪৪
আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১: ০২

জব্বার-সুফিয়া দম্পতির ঘরে চার সন্তান। দুই মেয়ে ও দুই ছেলে। কিন্তু ভাগ্যের করুণ পরিণতিতে চার সন্তানই প্রতিবন্ধী। ২৫ বছর ধরে চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এই দম্পতি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের বাড়ি জব্বার-সুফিয়া দম্পতির। জব্বার পেশায় সাইকেল মেরামতকারী।

সুফিয়া বেগম বলেন, বিয়ের দুই বছর পর বড় মেয়ে লতিফা আক্তারের জন্মের পর জানতে পারি সে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। পরবর্তীতে আরেকটি সন্তান নেওয়ার পরিকল্পনা করলে আব্দুস সামাদের জন্ম হয়। সেও বাক ও শারীরিক প্রতিবন্ধী। এরপরে যমজ দুই সন্তান জসিম ও জেসমিনের জন্ম হয়, তারা বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। কপাল খারাপ ভেবে পরবর্তীতে আর কোনো সন্তান নিইনি।’ বাবা ও মা ডাক শোনার জন্য পাঁচ বছর বয়সী মোস্তফা মাসুদকে অন্য পরিবার থেকে নিয়ে লালন-পালন করছেন দম্পতি।

জব্বার আলী বলেন, ‘বাড়িতে গেট বন্ধ করে রাখতে হচ্ছে সারাক্ষণ। গেট খোলা থাকলে বাচ্চারা কোনোমতে বের হয়ে এদিক-সেদিক চলে যাচ্ছে। পরে খুঁজে নিয়ে আসতে হচ্ছে। অনেক সময় তাঁদের খুঁজতেই দিনপার হয়ে যাচ্ছে।’ প্রতিবন্ধী ভাতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘অল্প টাকা ভাতা দিচ্ছে। সেটাও অনিয়মিত। তিন মাস অন্তর অন্তর টাকাগুলো নিয়মিত পেলে একটু সংসারে টান কমে। অনেক সময় ৬ মাসেও টাকা ঢুকে না মোবাইলে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওই চার প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত