ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ মে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে বর্তমানে চলছে তোড়জোড়। সম্মেলনে প্রায় ২০ হাজার নেতা-কর্মী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সম্মেলনের মঞ্চ তৈরিতেই ব্যয় করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। এক লাখ পাঁচ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি মঞ্চে ১৫ হাজার চেয়ারে বসার ব্যবস্থা থাকছে। কালবৈশাখীর চিন্তা মাথায় রেখে মূল মঞ্চের কিছু অংশজুড়ে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ; যাতে ঝড়েও থেমে না যায় সম্মেলনের কার্যক্রম।
জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সম্মেলনে জেলার নয়টি উপজেলা ছাড়াও বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তাঁরা। তাঁদের জন্য ওই দিন দুপুরে খাবারের ব্যবস্থাও করা হবে।
সম্মেলনের মঞ্চ তৈরির কাজ করছে নূর ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান। ওই ডেকোরেটরের মালিক নূরুল ইসলাম বলেন, ‘এক লাখ পাঁচ হাজার বর্গফুটের এই মঞ্চ তৈরিতে প্রতিদিন দিনরাত মিলিয়ে ৫০ জন শ্রমিক কাজ করছেন। প্রায় এক মাস লাগে এমন মঞ্চ তৈরিতে। তবে সময় কম পেয়েছি। এ জন্য দিনরাত কাজ করতে হচ্ছে।’
নূরুল ইসলাম আরও জানান, ১৫ হাজার বাঁশ এবং ৫০টি বৈদ্যুতিক খুঁটি দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরিতেই ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।
সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক এবং অর্থ কমিটির সদস্য ঝর্ণা হাসান বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধুর জেলা। এ জন্য এখানে জাঁকজমকপূর্ণ সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজার বিশেক নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট রয়েছে।’
মঞ্চ তৈরিতে ব্যয়ের ব্যাপারে ঝর্ণা হাসান বলেন, এখন সবকিছুর দামই বেড়েছে। তাই মঞ্চ তৈরিতে সব মিলিয়ে একটি ভালো অ্যামাউন্টই ব্যয় হবে। তবে ঠিক কী পরিমাণ টাকা এতে খরচ হবে সেটি তিনি নির্দিষ্ট করে জানাননি।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, সম্মেলন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতিই নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। মঞ্চ তৈরির কাজও ভালোভাবেই এগিয়ে চলছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘সম্মেলন সফল ও সার্থক করে তুলতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সর্বাত্মক শ্রম দিয়ে যাচ্ছেন। কোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে আশা করছি।’
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ মে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে বর্তমানে চলছে তোড়জোড়। সম্মেলনে প্রায় ২০ হাজার নেতা-কর্মী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সম্মেলনের মঞ্চ তৈরিতেই ব্যয় করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। এক লাখ পাঁচ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি মঞ্চে ১৫ হাজার চেয়ারে বসার ব্যবস্থা থাকছে। কালবৈশাখীর চিন্তা মাথায় রেখে মূল মঞ্চের কিছু অংশজুড়ে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ; যাতে ঝড়েও থেমে না যায় সম্মেলনের কার্যক্রম।
জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সম্মেলনে জেলার নয়টি উপজেলা ছাড়াও বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তাঁরা। তাঁদের জন্য ওই দিন দুপুরে খাবারের ব্যবস্থাও করা হবে।
সম্মেলনের মঞ্চ তৈরির কাজ করছে নূর ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান। ওই ডেকোরেটরের মালিক নূরুল ইসলাম বলেন, ‘এক লাখ পাঁচ হাজার বর্গফুটের এই মঞ্চ তৈরিতে প্রতিদিন দিনরাত মিলিয়ে ৫০ জন শ্রমিক কাজ করছেন। প্রায় এক মাস লাগে এমন মঞ্চ তৈরিতে। তবে সময় কম পেয়েছি। এ জন্য দিনরাত কাজ করতে হচ্ছে।’
নূরুল ইসলাম আরও জানান, ১৫ হাজার বাঁশ এবং ৫০টি বৈদ্যুতিক খুঁটি দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরিতেই ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।
সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক এবং অর্থ কমিটির সদস্য ঝর্ণা হাসান বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধুর জেলা। এ জন্য এখানে জাঁকজমকপূর্ণ সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজার বিশেক নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট রয়েছে।’
মঞ্চ তৈরিতে ব্যয়ের ব্যাপারে ঝর্ণা হাসান বলেন, এখন সবকিছুর দামই বেড়েছে। তাই মঞ্চ তৈরিতে সব মিলিয়ে একটি ভালো অ্যামাউন্টই ব্যয় হবে। তবে ঠিক কী পরিমাণ টাকা এতে খরচ হবে সেটি তিনি নির্দিষ্ট করে জানাননি।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, সম্মেলন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতিই নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। মঞ্চ তৈরির কাজও ভালোভাবেই এগিয়ে চলছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘সম্মেলন সফল ও সার্থক করে তুলতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সর্বাত্মক শ্রম দিয়ে যাচ্ছেন। কোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে আশা করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে