আজকের পত্রিকা ডেস্ক
আগামী নভেম্বর মাসেই দুই ধাপে প্রায় ২ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যতম বিরোধী দল বিএনপি বা জামায়াতে ইসলামী ভোটে নেই। এরপরও ভোটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। কোথাও কোথাও তা প্রাণঘাতী রূপ নিচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরাই মূলত সংঘাতে জড়াচ্ছেন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত-সংঘর্ষ। গত শুক্র ও গতকাল শনিবারও ৬ জেলার সাত ইউনিয়নে সংঘর্ষে ৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকার ধামরাই ও মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছিল গত জুনে। দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ নভেম্বর। এদিন ভোট হবে ৮৪৮ ইউপিতে। আর নভেম্বরের ২৮ তারিখে তৃতীয় ধাপে ভোট হবে ১ হাজার ৭ ইউপিতে। এই প্রায় ২ হাজার ইউপিতে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটের মাঠ এখন গরম। দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভোটের উত্তাপ। সঙ্গে বাড়ছে নির্বাচনী হানাহানি।
ধামরাইয়ে আহত চেয়ারম্যান প্রার্থী
ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবসহ দুই পক্ষের অন্তত ২০ জন সমর্থক আহত হয়েছেন। গতকাল দুপুরের এ হামলার পর আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
হাফিজুরের অভিযোগ, ‘সূয়াপুর ইউনিয়ন সেতু এলাকায় প্রথম দফায় আমাদের ওপর হামলা করে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের সমর্থকেরা। এরপর গাড়িতে হামলা করে তারা।’
তবে পাল্টা অভিযোগ করে নৌকার প্রার্থী মো. কফিল উদ্দিন বলেন, ‘সূয়াপুর বাজারে আমার নেতা-কর্মীরা ভোটারদের কাছে ভোট চাইতে গেলে হাফিজুরের কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে মাথা ফাটিয়ে ফেলে। আমার নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করেছে।’
ফটিকছড়ির দুই ইউনিয়নে সংঘর্ষ
চট্টগ্রামের ফটিকছড়ির দুই ইউনিয়নে শুক্রবার রাতে সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
জাফতনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হালিম অভিযোগ করেন, ‘তকিরহাট বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এতে সাত-আটজন আহত হন।’ তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন বলেন, ‘আমার সমর্থকেরা তকিরহাট বাজারে মিছিল করার সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। এ সময় সাত-আটজন কর্মী আহত হন।’
এদিকে রাতে উপজেলার সমিতিরহাটে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কর্মীরা আওয়ামী লীগের প্রার্থী হারুন রশিদ ইমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার লোকজন দেখেছে, কারা কার ওপর হামলা করেছে।
চকরিয়ায় আহত ১০
কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফা বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা পূর্ব স্টেশন এবং পুচ্ছালিয়াপাড়া এলাকায় পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এখানে ভোট হবে ২৮ নভেম্বর।
জাহাঙ্গীরের অভিযোগ, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে।’ তবে বদিউল বলেছেন, জাহাঙ্গীরের ইন্ধনেই এ হামলা চালানো হয়।
জাসদ-আ.লীগের সংঘর্ষ কুষ্টিয়ায়
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টুর পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একতারপুর গ্রামে পৌঁছালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জাসদের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের কর্মী-সমর্থকেরা মন্টুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।
শ্রীনগরে প্রার্থীর ওপর হামলা
মুন্সিগঞ্জের শ্রীনগরের রাঢ়িখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদসহ চারজন আহত হয়েছেন।
হারুনের অভিযোগ, তিনি সমর্থকদের নিয়ে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। বউবাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল বারেক খান বারীর উপস্থিতিতে তাঁর সমর্থকেরা হামলা করেন। এতে তিনিসহ চারজন আহত হন।
ফোন করা হলেও বারেক খানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ভাগনে বলেন, ‘মামা এখন ব্যস্ত আছেন।’
পীরগঞ্জে প্রার্থীর স্ত্রীসহ আহত ৫
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক সদস্য প্রার্থীর স্ত্রীসহ পাঁচ স্বজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুনিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন সদস্য প্রার্থী আবদুস সামাদের স্ত্রী রুবি বেগম, ভাই সাদেক আলী ও আবদুস সাত্তার মিয়া, বোন মেহেরান বেগম এবং ভাতিজা ইউসুব আলী। এ জন্য অপর সদস্য প্রার্থী জাকির হোসেনকে দায়ী করছেন সামাদ।
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক সদস্য প্রার্থীর স্ত্রীসহ পাঁচ স্বজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুনিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন সদস্য প্রার্থী আবদুস সামাদের স্ত্রী রুবি বেগম, ভাই সাদেক আলী ও আবদুস সাত্তার মিয়া, বোন মেহেরান বেগম এবং ভাতিজা ইউসুব আলী। এ জন্য অপর সদস্য প্রার্থী জাকির হোসেনকে দায়ী করছেন সামাদ।
আগামী নভেম্বর মাসেই দুই ধাপে প্রায় ২ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যতম বিরোধী দল বিএনপি বা জামায়াতে ইসলামী ভোটে নেই। এরপরও ভোটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। কোথাও কোথাও তা প্রাণঘাতী রূপ নিচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরাই মূলত সংঘাতে জড়াচ্ছেন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত-সংঘর্ষ। গত শুক্র ও গতকাল শনিবারও ৬ জেলার সাত ইউনিয়নে সংঘর্ষে ৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকার ধামরাই ও মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছিল গত জুনে। দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ নভেম্বর। এদিন ভোট হবে ৮৪৮ ইউপিতে। আর নভেম্বরের ২৮ তারিখে তৃতীয় ধাপে ভোট হবে ১ হাজার ৭ ইউপিতে। এই প্রায় ২ হাজার ইউপিতে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটের মাঠ এখন গরম। দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভোটের উত্তাপ। সঙ্গে বাড়ছে নির্বাচনী হানাহানি।
ধামরাইয়ে আহত চেয়ারম্যান প্রার্থী
ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবসহ দুই পক্ষের অন্তত ২০ জন সমর্থক আহত হয়েছেন। গতকাল দুপুরের এ হামলার পর আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
হাফিজুরের অভিযোগ, ‘সূয়াপুর ইউনিয়ন সেতু এলাকায় প্রথম দফায় আমাদের ওপর হামলা করে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের সমর্থকেরা। এরপর গাড়িতে হামলা করে তারা।’
তবে পাল্টা অভিযোগ করে নৌকার প্রার্থী মো. কফিল উদ্দিন বলেন, ‘সূয়াপুর বাজারে আমার নেতা-কর্মীরা ভোটারদের কাছে ভোট চাইতে গেলে হাফিজুরের কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে মাথা ফাটিয়ে ফেলে। আমার নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করেছে।’
ফটিকছড়ির দুই ইউনিয়নে সংঘর্ষ
চট্টগ্রামের ফটিকছড়ির দুই ইউনিয়নে শুক্রবার রাতে সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
জাফতনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হালিম অভিযোগ করেন, ‘তকিরহাট বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এতে সাত-আটজন আহত হন।’ তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন বলেন, ‘আমার সমর্থকেরা তকিরহাট বাজারে মিছিল করার সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। এ সময় সাত-আটজন কর্মী আহত হন।’
এদিকে রাতে উপজেলার সমিতিরহাটে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কর্মীরা আওয়ামী লীগের প্রার্থী হারুন রশিদ ইমনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার লোকজন দেখেছে, কারা কার ওপর হামলা করেছে।
চকরিয়ায় আহত ১০
কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফা বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা পূর্ব স্টেশন এবং পুচ্ছালিয়াপাড়া এলাকায় পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এখানে ভোট হবে ২৮ নভেম্বর।
জাহাঙ্গীরের অভিযোগ, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে।’ তবে বদিউল বলেছেন, জাহাঙ্গীরের ইন্ধনেই এ হামলা চালানো হয়।
জাসদ-আ.লীগের সংঘর্ষ কুষ্টিয়ায়
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টুর পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একতারপুর গ্রামে পৌঁছালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জাসদের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের কর্মী-সমর্থকেরা মন্টুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।
শ্রীনগরে প্রার্থীর ওপর হামলা
মুন্সিগঞ্জের শ্রীনগরের রাঢ়িখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদসহ চারজন আহত হয়েছেন।
হারুনের অভিযোগ, তিনি সমর্থকদের নিয়ে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। বউবাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল বারেক খান বারীর উপস্থিতিতে তাঁর সমর্থকেরা হামলা করেন। এতে তিনিসহ চারজন আহত হন।
ফোন করা হলেও বারেক খানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ভাগনে বলেন, ‘মামা এখন ব্যস্ত আছেন।’
পীরগঞ্জে প্রার্থীর স্ত্রীসহ আহত ৫
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক সদস্য প্রার্থীর স্ত্রীসহ পাঁচ স্বজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুনিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন সদস্য প্রার্থী আবদুস সামাদের স্ত্রী রুবি বেগম, ভাই সাদেক আলী ও আবদুস সাত্তার মিয়া, বোন মেহেরান বেগম এবং ভাতিজা ইউসুব আলী। এ জন্য অপর সদস্য প্রার্থী জাকির হোসেনকে দায়ী করছেন সামাদ।
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক সদস্য প্রার্থীর স্ত্রীসহ পাঁচ স্বজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুনিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন সদস্য প্রার্থী আবদুস সামাদের স্ত্রী রুবি বেগম, ভাই সাদেক আলী ও আবদুস সাত্তার মিয়া, বোন মেহেরান বেগম এবং ভাতিজা ইউসুব আলী। এ জন্য অপর সদস্য প্রার্থী জাকির হোসেনকে দায়ী করছেন সামাদ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে