দিনাজপুর প্রতিনিধি
গত বছর আগাম আলুর বাজারদর ভালো থাকায় এ বছর দ্বিগুণ উৎসাহ নিয়ে আবাদ করেন দিনাজপুরের চাষিরা। বেশি লাভের আশায় অনেকেই অন্যের জমি চড়া টাকায় বর্গা নিয়ে আলুর আবাদ করেন। ভেবেছিলেন ভালো দাম পেয়ে লাভের মুখ দেখবেন; কিন্তু আলুর বর্তমান বাজারদরে লাভ তো দূরে থাক, খরচও তুলতে পারছেন না তাঁরা। ফলে লোকসানের শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের।
জানা যায়, প্রতিবছর নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হলেও এ বছর শুরুতেই দাম ছিল অর্ধেক। প্রতি কেজি নতুন আলু ৪০-৫৫ টাকায় বিক্রি হয়। তবে বর্তমানে আলুর বাজারদর কমে রকমভেদে দাঁড়িয়েছে ৭-৯ টাকায়; যা খুচরা বাজারে ৯ থেকে সর্বোচ্চ ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, ভালো দাম পাওয়ায় কৃষকেরা বেশি জমিতে আগাম আলু রোপণ করেন। এ বছর ১০ হাজার ২৩২ হেক্টরে আগাম আলু লাগানো হয়। হেক্টরপ্রতি গড় ফলন ১৭ দশমিক ২৮ মেট্রিক টন। আর গড়ে প্রতি কেজিতে উৎপাদন খরচ সাড়ে পড়ে ৭ টাকা। এ পর্যন্ত মোট আবাদের ৪০ শতাংশ জমির আলু উত্তোলন করা হয়।
চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর গ্রামের কৃষক মোহসিন বলেন, ‘এ বছর দুই বিঘা জমিতে আগাম আলু লাগিয়েছি, বীজ, সার, শ্রমিক খরচ ও সেচ দিয়ে প্রতি বিঘা আবাদ করতে ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। আর এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ১৪-১৬ হাজার টাকা। এতে লাভ তো দূরে থাক, লোকসানের মুখে পড়ছি।’
একই উপজেলার বড়গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বছর দুই একর জমিতে আলুর আবাদ করেছি, ফলনও মোটামুটি ভালো। কিন্তু ভালো দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে; যা আমাকে ভাবিয়ে তুলেছে। সরকার যদি আলুচাষিদের দিকে না তাকায়, তাহলে আমরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলব।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খালেদুর রহমান জানান, এখন পর্যন্ত মোট আগাম আলুর মাত্র ৪০ শতাংশের মতো উত্তোলন করা হয়েছে। বর্তমানে যে বাজারদর, তাতে কাঙ্ক্ষিত লাভ তেমন হচ্ছে না। তবে সামনে দাম কিছুটা বাড়লে সে ক্ষেত্রে চাষিদের লোকসানে পড়তে হবে না।
গত বছর আগাম আলুর বাজারদর ভালো থাকায় এ বছর দ্বিগুণ উৎসাহ নিয়ে আবাদ করেন দিনাজপুরের চাষিরা। বেশি লাভের আশায় অনেকেই অন্যের জমি চড়া টাকায় বর্গা নিয়ে আলুর আবাদ করেন। ভেবেছিলেন ভালো দাম পেয়ে লাভের মুখ দেখবেন; কিন্তু আলুর বর্তমান বাজারদরে লাভ তো দূরে থাক, খরচও তুলতে পারছেন না তাঁরা। ফলে লোকসানের শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের।
জানা যায়, প্রতিবছর নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হলেও এ বছর শুরুতেই দাম ছিল অর্ধেক। প্রতি কেজি নতুন আলু ৪০-৫৫ টাকায় বিক্রি হয়। তবে বর্তমানে আলুর বাজারদর কমে রকমভেদে দাঁড়িয়েছে ৭-৯ টাকায়; যা খুচরা বাজারে ৯ থেকে সর্বোচ্চ ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, ভালো দাম পাওয়ায় কৃষকেরা বেশি জমিতে আগাম আলু রোপণ করেন। এ বছর ১০ হাজার ২৩২ হেক্টরে আগাম আলু লাগানো হয়। হেক্টরপ্রতি গড় ফলন ১৭ দশমিক ২৮ মেট্রিক টন। আর গড়ে প্রতি কেজিতে উৎপাদন খরচ সাড়ে পড়ে ৭ টাকা। এ পর্যন্ত মোট আবাদের ৪০ শতাংশ জমির আলু উত্তোলন করা হয়।
চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর গ্রামের কৃষক মোহসিন বলেন, ‘এ বছর দুই বিঘা জমিতে আগাম আলু লাগিয়েছি, বীজ, সার, শ্রমিক খরচ ও সেচ দিয়ে প্রতি বিঘা আবাদ করতে ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। আর এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ১৪-১৬ হাজার টাকা। এতে লাভ তো দূরে থাক, লোকসানের মুখে পড়ছি।’
একই উপজেলার বড়গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বছর দুই একর জমিতে আলুর আবাদ করেছি, ফলনও মোটামুটি ভালো। কিন্তু ভালো দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে; যা আমাকে ভাবিয়ে তুলেছে। সরকার যদি আলুচাষিদের দিকে না তাকায়, তাহলে আমরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলব।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খালেদুর রহমান জানান, এখন পর্যন্ত মোট আগাম আলুর মাত্র ৪০ শতাংশের মতো উত্তোলন করা হয়েছে। বর্তমানে যে বাজারদর, তাতে কাঙ্ক্ষিত লাভ তেমন হচ্ছে না। তবে সামনে দাম কিছুটা বাড়লে সে ক্ষেত্রে চাষিদের লোকসানে পড়তে হবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে