আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনার হিমায়েতপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর ছেলের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থক। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটে। এ নিয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতজন নিহত হলেন।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পাবনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (৩৬)। তিনি পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামের কর্মী। তিনি নাজিরপুর হাটপাড়া গ্রামের নুর আলী মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পাবনার হিমায়েতপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম পরাজিত হন। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তারিকুল আলম।
গতকাল সন্ধ্যায় মঞ্জুরুল কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তারিকুলের ছেলে ইমরান বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে অতর্কিত গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, হরিরামপুরে গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ের সামনে পড়ে যান পরাজিত সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য শাহারুলের কর্মী শামসুল হক। এ সময় তাঁর ওপর ফিরোজ ও তাঁর সমর্থকেরা হামলা চালালে শাহারুল এগিয়ে আসেন। এরপর তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহারুলকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ীতে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজাহার আলী সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরাজিত দুই সদস্য প্রার্থী এনামুল হক ও রহমত উল্লাহর সমর্থকেরা পরাজয়ের জন্য পরস্পরকে দায়ী করে গতকাল দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আসাদুচ্চামান আসাদকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক গতকাল বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
হামলা-সংঘর্ষে শতাধিক আহত
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাঁদের অধিকাংশকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলার মুরদপুর ইউনিয়নের ইসলামপুর ও লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নে গতকাল দুপুরে পরাজিত সদস্য প্রার্থীর লোকজনের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার চুনতি পানত্রিশা এলাকায় বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় নয়জনকে আটক করেছে।
রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে গতকাল নির্বাচন-পরবর্তী পরিত্যক্ত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও, ঝিনাইদহ সদর, মুন্সিগঞ্জের সিরাজদিখান, মাগুরার শ্রীপুর, যশোর সদর ও অভয়নগরে, সিরাজগঞ্জের কামারখন্দ এবং সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি।
ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ
ময়মনসিংহের গৌরীপুরে সহনাটি ইউপির ভোটে জালিয়াতির অভিযোগ এনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা গতকাল দুপুরে গৌরীপুর পৌর শহরে গৌরীপুর-কলতাপাড়া সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, সহনাটি ইউপিতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল বিজয়ী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদেরকে জালিয়াতির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সহনাটি ইউপিতে সালাউদ্দিন কাদের ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন শামসুজ্জামান জামাল।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউপিতে ইভিএমে ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে চেয়ারম্যান, সদস্যসহ ২৩ জন পরাজিত প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে কামদিয়া পাঁচবিবি রোডের তিন মাথা মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনার হিমায়েতপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর ছেলের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থক। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটে। এ নিয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতজন নিহত হলেন।
এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পাবনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (৩৬)। তিনি পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামের কর্মী। তিনি নাজিরপুর হাটপাড়া গ্রামের নুর আলী মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পাবনার হিমায়েতপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম পরাজিত হন। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তারিকুল আলম।
গতকাল সন্ধ্যায় মঞ্জুরুল কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তারিকুলের ছেলে ইমরান বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে অতর্কিত গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, হরিরামপুরে গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ের সামনে পড়ে যান পরাজিত সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য শাহারুলের কর্মী শামসুল হক। এ সময় তাঁর ওপর ফিরোজ ও তাঁর সমর্থকেরা হামলা চালালে শাহারুল এগিয়ে আসেন। এরপর তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহারুলকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ীতে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজাহার আলী সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরাজিত দুই সদস্য প্রার্থী এনামুল হক ও রহমত উল্লাহর সমর্থকেরা পরাজয়ের জন্য পরস্পরকে দায়ী করে গতকাল দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আসাদুচ্চামান আসাদকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক গতকাল বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
হামলা-সংঘর্ষে শতাধিক আহত
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাঁদের অধিকাংশকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলার মুরদপুর ইউনিয়নের ইসলামপুর ও লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নে গতকাল দুপুরে পরাজিত সদস্য প্রার্থীর লোকজনের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার চুনতি পানত্রিশা এলাকায় বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় নয়জনকে আটক করেছে।
রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে গতকাল নির্বাচন-পরবর্তী পরিত্যক্ত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও, ঝিনাইদহ সদর, মুন্সিগঞ্জের সিরাজদিখান, মাগুরার শ্রীপুর, যশোর সদর ও অভয়নগরে, সিরাজগঞ্জের কামারখন্দ এবং সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি।
ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ
ময়মনসিংহের গৌরীপুরে সহনাটি ইউপির ভোটে জালিয়াতির অভিযোগ এনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা গতকাল দুপুরে গৌরীপুর পৌর শহরে গৌরীপুর-কলতাপাড়া সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, সহনাটি ইউপিতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল বিজয়ী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদেরকে জালিয়াতির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সহনাটি ইউপিতে সালাউদ্দিন কাদের ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন শামসুজ্জামান জামাল।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউপিতে ইভিএমে ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে চেয়ারম্যান, সদস্যসহ ২৩ জন পরাজিত প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে কামদিয়া পাঁচবিবি রোডের তিন মাথা মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে