মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন (২৮) নিখোঁজের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। তাঁর সন্ধান দাবিতে এ দিন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কথা থাকলেও দুপুরের পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে সকাল থেকে সড়কে অবস্থান নেন নেতা-কর্মীরা। এ সময় অন্তত ২০টি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। এতে জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত সড়কটি অচল হয়ে যায়।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুরোধে যুবলীগ নেতার সন্ধান দাবিতে ঘোষণা করা সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসন নিখোঁজ নেতাকে উদ্ধারে কাজ করছে বলেও জানান সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন ওরফে ইমন নিখোঁজ হন। এরপর গত সোমবার আধাবেলা অঘোষিত অবরোধ পালন করেন ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ শিথিল করে উপজেলা আওয়ামী লীগ।
অবরোধ চলাকালে সকাল পৌনে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে যায়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা মো. ইমান হোসেন ওরফে ইমনকে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ না কেউ অপহরণ করেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করতে না পারায় তাঁরা হতাশ।
আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদের বলেন, ‘পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী যুবলীগ নেতাকে অপহরণ করেছে। অথচ পুলিশ, সেনাবাহিনী এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি। পাহাড়ে দুর্বৃত্তরা গুম, খুন, চাঁদাবাজি, অপহরণ চালিয়ে যাচ্ছে। প্রশাসন এসব অপরাধীদের দমন করতে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা ইমনের সন্ধান চাই। এর আগেও গত বছরের ২৩ মে উপজেলার বাটনাতলী ঢাকাইয়া শিবির নামক এলাকা থেকে মো. নূরুদ্দীন সাগর নামের এক যুবককে অপহরণ করা হয়েছিল। তাঁকে আজও উদ্ধার করা হয়নি।’
এ দিকে অবরোধ চলাকালে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, ‘যুবলীগ নেতা মো. ইমান হোসেনকে উদ্ধার ও এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন (২৮) নিখোঁজের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। তাঁর সন্ধান দাবিতে এ দিন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কথা থাকলেও দুপুরের পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে সকাল থেকে সড়কে অবস্থান নেন নেতা-কর্মীরা। এ সময় অন্তত ২০টি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। এতে জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত সড়কটি অচল হয়ে যায়।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুরোধে যুবলীগ নেতার সন্ধান দাবিতে ঘোষণা করা সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসন নিখোঁজ নেতাকে উদ্ধারে কাজ করছে বলেও জানান সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন ওরফে ইমন নিখোঁজ হন। এরপর গত সোমবার আধাবেলা অঘোষিত অবরোধ পালন করেন ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ শিথিল করে উপজেলা আওয়ামী লীগ।
অবরোধ চলাকালে সকাল পৌনে ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে যায়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা মো. ইমান হোসেন ওরফে ইমনকে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ না কেউ অপহরণ করেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করতে না পারায় তাঁরা হতাশ।
আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদের বলেন, ‘পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী যুবলীগ নেতাকে অপহরণ করেছে। অথচ পুলিশ, সেনাবাহিনী এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি। পাহাড়ে দুর্বৃত্তরা গুম, খুন, চাঁদাবাজি, অপহরণ চালিয়ে যাচ্ছে। প্রশাসন এসব অপরাধীদের দমন করতে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা ইমনের সন্ধান চাই। এর আগেও গত বছরের ২৩ মে উপজেলার বাটনাতলী ঢাকাইয়া শিবির নামক এলাকা থেকে মো. নূরুদ্দীন সাগর নামের এক যুবককে অপহরণ করা হয়েছিল। তাঁকে আজও উদ্ধার করা হয়নি।’
এ দিকে অবরোধ চলাকালে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, ‘যুবলীগ নেতা মো. ইমান হোসেনকে উদ্ধার ও এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে