কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ার কালভার্টের জন্য খুঁড়ে রাখা গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় পিকআপ উল্টে হেলপার নিহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই পিকআপটি উল্টে যায়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানদিয়া প্রধান সড়কের জালালাবাদ বাজারের পাশে নির্মাণাধীন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে। নিহত হাবিবুর রহমান খাঁ (৪৮) ঢাকা গোপালগঞ্জ সদরের পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের বাসিন্দা।
পিকআপে থাকা আরও ৩ জন আহত হয়েছে আহতরা হলেন, গাড়ি চালক যশোর মনিরামপুরের জাহাঙ্গীর (৩৫), কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও কেশবপুর উপজেলার চিংড়ি গ্রামের নিছার আলী (৪০) ৷ আহতরা এখন শঙ্কা মুক্ত তবে তাঁরা বাড়ি থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তাঁরা ৷
আহত কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম জানান, তালা উপজেলার ফুলবাড়ী থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ন ১৩-৭৫০৯) প্লাস্টিকের বস্তায় করে কয়লা বোঝাই পিকআপটি যশোর যাচ্ছিল। যাওয়ার পথে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ বাজার পার হয়ে যাওয়ার সময় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপটি সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায় এবং কয়লার বস্তার নিচে পড়ে হেলপার নিহত হয়। গাড়ি চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান (তদন্ত) জানান, জালালাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে থানা আইনে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, ৩ মাস আগে জালালাবাদ ওই সড়কের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। ৯ মাসের মধ্যেই শেষ করতে হবে এমন নির্দেশনা রয়েছে ৷ তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অতি দ্রুত কালভার্ট ও রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।
সাতক্ষীরার কলারোয়ার কালভার্টের জন্য খুঁড়ে রাখা গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় পিকআপ উল্টে হেলপার নিহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই পিকআপটি উল্টে যায়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানদিয়া প্রধান সড়কের জালালাবাদ বাজারের পাশে নির্মাণাধীন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে। নিহত হাবিবুর রহমান খাঁ (৪৮) ঢাকা গোপালগঞ্জ সদরের পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের বাসিন্দা।
পিকআপে থাকা আরও ৩ জন আহত হয়েছে আহতরা হলেন, গাড়ি চালক যশোর মনিরামপুরের জাহাঙ্গীর (৩৫), কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও কেশবপুর উপজেলার চিংড়ি গ্রামের নিছার আলী (৪০) ৷ আহতরা এখন শঙ্কা মুক্ত তবে তাঁরা বাড়ি থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তাঁরা ৷
আহত কয়লা শ্রমিক পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের শফিকুল ইসলাম জানান, তালা উপজেলার ফুলবাড়ী থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ন ১৩-৭৫০৯) প্লাস্টিকের বস্তায় করে কয়লা বোঝাই পিকআপটি যশোর যাচ্ছিল। যাওয়ার পথে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ বাজার পার হয়ে যাওয়ার সময় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপটি সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায় এবং কয়লার বস্তার নিচে পড়ে হেলপার নিহত হয়। গাড়ি চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান (তদন্ত) জানান, জালালাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে থানা আইনে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, ৩ মাস আগে জালালাবাদ ওই সড়কের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। ৯ মাসের মধ্যেই শেষ করতে হবে এমন নির্দেশনা রয়েছে ৷ তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অতি দ্রুত কালভার্ট ও রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে